আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্ম-২ এর সংস্কার কাজে জটিলতা দেখা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্লাটফর্মটির দৈর্ঘ্য ১৭০ ফিট হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে ১০০ ফিট পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। এ জন্য ৫টি গর্ত খোঁড়া হলেও নিঁচতলার রুম থাকায় এর বেশি গর্ত করা সম্ভব হয়নি।ফলে বাকি অংশের সংস্কার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। গতকাল রেলওয়ের এক প্রকৌশলী স্থানটি পরিদর্শন করে এ সিদ্ধান্ত দেন। তবে খুব শিগগিরই রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এসে পুরো পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করবেন বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্লাটফর্ম সংস্কারের কাজে এ ধরনের জটিলতা দ্রুত সমাধান করা জরুরি। অন্যথায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে।
Leave a Reply