কাগজ প্রতিবেদক ॥ সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের ‘ওয়াচডগ’ বলা হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে, ন্যায় ভিত্তিক সমাজ তৈরিতে, অন্যায়, দুর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনগনকে জাগ্রত করতে, মানুষের সত্যিকারের কন্ঠস্বর হয়ে সাংবাদিকরা পারেন সমাজে আলোর প্রদীপ জ্বালাতে। এটিই আমাদের করতেই হবে। না হয় সাংবাদিকদের যে সম্মানসূচক উপাধি দেয়া হয়েছে এসব কলঙ্কিত হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সভায় উপস্থিত প্রধান বক্তার বক্তব্যে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।তিনি আরও বলেন, আমাদের সকলের জীবন তথা সমাজ আলোকিত এবং সমৃদ্ধ হয় সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সূর্যের দ্বীপ্ত কিরনে। অন্যদিকে হেনরী ওয়ার্ডেএর মতে সংবাদপত্র মানুষের কাছে অগনিত স্বর্নের চেয়েও বড়ো দর্পণ। আমাদের ভুল বা স্বার্থপরতার কারণে যেন গণমাধ্যম তার মর্যাদা না হারায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন।সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গূরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আগামী ১ লা নভেম্বর কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। শেহাব উদ্দিন কে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। দীর্ঘ দিন মাসিক চাঁদা না প্রদান করা এবং গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকায় নজরুল ইসলাম মুকুল ও মোকাদ্দেস হোসেন সেলিমের ইউনিয়নের সদস্য পদ বাতিল করা হয়েছে। গঠনতন্ত্র সংশোধন করা হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকরসহ ইউনিয়নের সাধারণ সদস্যবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, হায়দার আলী, সিহাব উদ্দিন, নাব্বির আল নাফিজ, মিরাজুল ইসলাম, খালিদ সাইফুল, হাসনাত রাব্বু প্রমুখ।
Leave a Reply