এনএনবি : যুক্তরাজ্য সরকার বলেছে, দেশের কর্মক্ষেত্রে প্রতিটি কর্মীর জন্য ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে। এতে যুক্তরাজ্যে কারও জন্য অবৈধভাবে কাজ করা কঠিন হবে। অবৈধ অভিবাসন মোকাবেলা এবং জনমত জরিপে এগিয়ে থাকা পপুলিস্ট রিফর্ম ইউকে দলের হুমকি ঠেকাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সর্বসাম্প্রতিক এই পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার কানাডা, অস্ট্রেলিয়া ও আইসল্যান্ডের নেতাদের সঙ্গে গ্লোবাল প্রগ্রেস অ্যাকশন সামিটের ভাষণে স্টারমার বলেন, তার বামঘেঁষা লেবার সরকার অন্যান্য অনেক দেশের সরকারের মতো অভিবাসন নিয়ে ভোটারদের উদ্বেগকে গুরুত্ব দিতে ইতস্তত করেছে। এর সুযোগে রিফর্ম ইউকের মতো দলগুলো জনপ্রিয়তা অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্রেক্সিটপন্থি নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটিকে ২০২৯ সালের নির্বাচনে লেবারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন স্টারমার।
স্টারমার বলেন, “তাই আজ আমি ঘোষণা দিচ্ছি—এই পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরিক্ষেত্রে কর্মীদের কাজের অধিকার পাওয়ার জন্য নতুন বিনামূল্যের ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করবে সরকার।” এই পরিচয়পত্র যুক্তরাজ্যে অবৈধভাবে কাজের সুযোগ কমানোর পাশাপাশি নাগরিকদের জন্য প্রচুর সুবিধা বয়ে আনবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে জনমত জরিপে ভোটারদের প্রধান উদ্বেগ হিসাবে উঠে আসছে অভিবাসন। এতে স্টারমারের ওপর চাপ বাড়ছে ফ্রান্স থেকে ছোট ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে অনুবেশকারীদের ঠেকানোর জন্য। স্টারমার বলেন, মানবপাচারকারী চক্র দমন করা এবং অবৈধভাবে কাজ করার সুযোগ কমানো সরকারের মূল লক্ষ্য। তবে তার নতুন পরিকল্পনার সমালোচনা করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। রিফর্ম ইউকে দলের এক মুখপাত্র বলেন, “যারা ইতোমধ্যে অভিবাসন আইন ভাঙছে, তারা হঠাৎ এ নিয়ম মানবে—এটা হাস্যকর। নগদ লেনদেনের ওপর টিকে থাকা অবৈধ কর্মসংস্থানে ডিজিটাল আইডি’র কোনও প্রভাব পড়বে না।” মোবাইলফোনে থাকবে পরিচয়পত্র: সরকার জানিয়েছে, প্রতিটি কর্মীর ডিজিটাল পরিচয়পত্র মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে এবং নিয়োগের সময় নিয়োগকর্তাদের জন্য এটি যাচাই বাধ্যতামূলক হবে। ধীরে ধীরে এটি ব্যবহার করা হবে শিশু যতœ, কল্যাণ কর্মসূচি ও কর সংক্রান্ত সেবাতেও। ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি ও স্পেনসহ ইউরোপের অনেক দেশেই জাতীয় পরিচয়পত্র চালু আছে। প্রযুক্তি খাতে বড় প্রকল্প সময়মতো শেষ করতে ব্যর্থতা এবং বাজেটের দিক থেকে খারাপ রেকর্ড থাকা যুক্তরাজ্য বলেছে, তারা এস্তোনিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ভারতের ডিজিটাল আইডি প্রকল্প থেকে সেরা দিকগুলো গ্রহণ করবে। অধিকাংশ ব্রিটিশ নাগরিক আইডি কার্ড সমর্থন করে: গত জুলাই মাসে ইপসোসের এক জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ ব্রিটিশ নাগরিক জাতীয় পরিচয়পত্র স্কিম সমর্থন করছে। তবে প্রায় তিন জনে একজন উদ্বেগ প্রকাশ করেছেন ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ব্যবহারের সম্ভাবনা নিয়ে। এরপর রয়েছে ব্যক্তিগত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যাওয়া ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা। ২০০০-এর দশকে ক্ষমতায় থাকা অবস্থায় লেবার সরকার জাতীয় পরিচয়পত্র চালুর উদ্যোগ নিলেও নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগের কারণে তা বাতিল হয়েছিল।
Leave a Reply