কাগজ প্রতিবেদক ॥ আজ শনিবার কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র (রেজিঃ নং খুলনা ২০৬৯) সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলায় এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে’ ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও দপ্তর সম্পাদক মো. আবু বকর। সভায় সভাপতিত্ব করবেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু। বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
Leave a Reply