1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 2:43 pm
শিরোনাম :
এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বলী’ খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখি না : ববি হক পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইবি ছাত্র ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান চায় শিক্ষার্থীরা দৌলতপুরে‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক চার ঘন্টা অবরোধ ॥ আশ্বাসে যান চলাচল স্বাভাবিক কারামুক্ত হলেন বিএনপি নেতা রাকিবুল্লা তপন  কুষ্টিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা মিরপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী আলমডাঙ্গার হুসাইন নানাবাড়ি থেকে বের হয়ে একমাস নিখোঁজ

১৪৪৮ কোটি টাকা দাম উঠেছে ৪৩ বছর আগে কেনা শেয়ারের!

  • প্রকাশিত সময় Wednesday, September 22, 2021
  • 239 বার পড়া হয়েছে

১৯৭৮ সালে অর্থাৎ এখন থেকে ৪৩ বছর আগে একটি সংস্থার কিছু শেয়ার কিনেছিলেন ভারতের কেরালা রাজ্যের কোচির বাসিন্দা বাবু জর্জ ভালাভি। কিছু বলতে প্রায় সাড়ে তিন হাজার শেয়ার। সেই শেয়ারের মূল্যই এখন দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৪৪৮ কোটি টাকায়।
৭৪ বছর বয়সি জর্জের দাবি, হিসাব অনুযায়ী ওই সংস্থার ২.৮ শতাংশ অংশীদারিত্ব এখন তার হাতে। একই সঙ্গে জর্জের অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকার করছে ওই সংস্থা।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, জর্জের দাবি, ৪৩ বছর আগে তিনি এবং তার চার আত্মীয় মিলে মেবার অয়েল অ্যান্ড জেনারেল মিলস লিমিটেডের সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন। জর্জ তার পুরনো কাগজপত্র ঘেঁটে দেখার সময় তার বিনিয়োগের বেশ কিছু কাগজ খুঁজে পান। উদয়পুরের ওই সংস্থা থেকে কেনা শেয়ারের নথি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেন। তখনই জানতে পারেন তিনি যে শেয়ার কিনেছিলেন, তার বর্তমান মূল্য দাঁড়িয়েছে এক হাজার ৪৪৮ কোটি টাকায়।
প্রতিষ্ঠানটি সেসময় শেয়ার বাজারের নথিভুক্ত ছিল না এবং বর্তমানে এর নাম বদলে হয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ। এ প্রতিষ্ঠান বর্তমানে দেশটির শেয়ার বাজারের নথিভুক্ত হয়েছে।
২০১৫ সালে জর্জের ছেলে যখন শেয়ারের কাগজপত্র দেখেন তিনি সেই নথি নিয়ে শেয়ারের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই এজেন্ট সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন।
জর্জ তখন ওই সংস্থায় গেলে তাদের বলা হয়, ওই শেয়ার ১৯৮৯ সালে অন্যদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে।
জর্জের অভিযোগ, অবৈধ ভাবে তার শেয়ার অন্যদের বেচে দিয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ।
বাবু জর্জ ভালাভি বিষয়টি নিয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) দ্বারস্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640