এনএনবি : ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আগে কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে কলকাতা ও আশপাশের এলাকা প্লাবিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৃষ্টিতে শহরটির গুরুত্বপূর্ণ অনেকগুলো সড়ক তলিয়ে যায়, যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটে এবং বাসিন্দারা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন। কলকাতায় ২৪ ঘণ্টায় প্রায় ২৫১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, এর মধ্যে বেশিরভাগটাই হয়েছে মঙ্গলবার ভোরের আগের কয়েক ঘণ্টায়। ১৯৮৮ সালের পর শহরটিতে এমন প্রবল বর্ষণ আর দেখা যায়নি বলে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) আঞ্চলিক প্রধান এইচআর বিশ্বাসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, কেবল কলকাতাতেই ৯ জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। দুইজন ডুবে মরেছে। দুর্গাপূজার আগে এমন দুর্যোগ আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিতে মারাত্মক বিঘœ ঘটিয়েছে। শহরজুড়ে অসংখ্য ম-প, বাঁশ ও অন্যান্য জিনসপত্র দিয়ে বানানো অস্থায়ী কাঠামো এমনকী কাদামাটির প্রতিমা সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়কগুলো কোমর সমান পানিতে তলিয়ে যাওয়ায় বাস, গাড়িসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে, যাত্রীদেরকে বাধ্য হয়ে জলমগ্ন সড়ক হেঁটে পাড়ি দিতে হয়। গাড়ি সরিয়ে নেওয়ার কাজ করা টোয়িং কোম্পানিগুলোর কাছে ঘণ্টায় হাজারের বেশি ফোন যাচ্ছে বলে জানিয়েছে আনন্দবাজার। সড়ক, ট্রেন ও বিমান চলাচলও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক ফ্লাইট ও ট্রেন বাতিল বা স্থগিত হয়েছে। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্নও ছিল বেশ কয়েক ঘণ্টা, যা বাসিন্দাদের দুর্ভোগ চরমে তোলে। “ফ্লাইট বাতিল হয়েছে, বেশিরভাগ সড়কে পানি, এ অবস্থায় আমি হোটেলে আটকা পড়েছি,” বলেছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ রঞ্জন পান্ডা। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সড়ক ও রেলওয়ের লাইন পরিষ্কার করতে পানির পাম্প পাঠিয়েছে। খাবার সরবরাহসহ জরুরি ত্রাণ সরবরাহও শুরু হচ্ছে। বঙ্গোপসাগরে নি¤œচাপ সৃষ্টি হওয়ায় পশ্চিমবঙ্গসহ ভারতের পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন আরও বৃষ্টি দেখা যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ার কথা, বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের সরকার বুধ ও বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী কর্মকর্তারা নিচু এলাকায় পানি ধীরে ধীরে সরতে থাকবে জানিয়ে বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। “চার ঘণ্টার বৃষ্টির পর এমনটা হওয়া উচিত ছিল না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো না,” ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন কলকাতার বাসিন্দা সন্দীপ ঘোষ।
Leave a Reply