এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার একটি গলফ ক্লাবে গত বছর সেপ্টেম্বরে হত্যাচেষ্টার ঘটনায় ধরা পড়া রায়ান ওয়েসলি রুথকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ১২ দিন বিচার চলার পর ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স ফেডারেল কোর্টে ১২ সদস্যের জুরি মঙ্গলবার ৫৯ বছর বয়সী রুথকে দোষী সাব্যস্ত করে। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যাচেষ্টা এবং আগ্নেয়াস্ত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছিল ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর। সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবন থেকে প্রায় ১৫ মিনিট দূরত্বের ওয়েস্ট পাম বিচে নিজ মালিকানাধীন একটি গলফ মাঠে গলফ খেলছিলেন। তখন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিক্রেট সার্ভিস এজেন্ট ঝোপের মধ্য থেকে একটি রাইফেলের নল বের হয়ে থাকতে দেখেন এবং রাইফেলধারীর ওপর গুলি চালান। তৎক্ষণাৎ রাইফেলধারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে রায়ান রুথ হিসেবে শনাক্ত করা হয়। কাছাকাছি এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, রায় পড়ে শোনানোর সময় রুথ আত্মহত্যার চেষ্টা করেন। একটি কলম দিয়ে তিনি ঘাড়ে আঘাত করেন। তবে তাকে থামিয়ে দেন ইউএস মার্শালরা। আদালত রুথকে দোষী সাব্যস্ত করার পরই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইন প্রয়োগকারী সংস্থা এবং এক সাক্ষীকে ধন্যবাদ জানান। ওই সাক্ষীর দেওয়া তথ্যের ভিত্তিতেই রুথকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল। রুথ সম্পর্কে ট্রাম্প লেখেন: “সে একজন খারাপ মানুষ, তার উদ্দেশ্য খারাপ ছিল। তারা তাকে ধরেছেন। যুক্তরাষ্ট্রে ন্যায়বিচারের জন্য এ এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।” যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, “এই হত্যাচেষ্টা কেবল আমাদের প্রেসিডেন্টের ওপরই আক্রমণ ছিল না, এটি আমাদের জাতির জন্যও অপমান।” আগামী ১৮ ডিসেম্বর রুথের সাজা ঘোষণা করা হবে। তার যাবজ্জীবন কারাদ- হতে পারে। রুথ নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এবং বিচার চলার সময় নিজের পক্ষে নিজেই আইনি লড়াই করার অভিনব সিদ্ধান্ত নেন। গত ৮ সেপ্টেম্বর আদালতে শুনানি শুরু হয়। নর্থ ক্যারোলাইনার বাসিন্দা রুথ ফ্লোরিডার ওই ঘটনার আগে হাওয়াইয়ে থাকতেন। আদালতের শুনানিতে বলা হয়, হত্যাচেষ্টার সময় রুথ ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের সীমানাবেষ্টনির পেছনের ঝোপে লুকিয়ে ছিল।
রুথ কোনও দিক থেকে ট্রাম্পকে সরাসরি দেখতে পেয়েছিলেন বলে মনে করেন না তদন্তকারীরা। তবে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) এজেন্টরা জানিয়েছেন, রুথ যেখানে লুকিয়ে ছিলেন, সেখান থেকে তারা স্কোপ এবং অতিরিক্ত ম্যাগাজিনসহ আধা-স্বয়ংক্রিয় রাইফেল খুঁজে পেয়েছেন। আদালতের শুনানিতে আরও জানানো হয়, ট্রাম্প যেখানে যেখানে উপস্থিত থাকতে পারেন সেই স্থানগুলোর একটি তালিকা করেছিলেন রুথ। তিনি এক বন্ধুকে একটি চিরকুট লিখেছিলেন যাতে বলা ছিল, “এটি ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ছিল।”
Leave a Reply