এনএনবি : নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ ‘এখনই শেষ’ করতে পারে তার দেশ। “আমরা যুদ্ধ শেষ করতে চাই। আমরা তা করব। হয়ত আমরা এখনই তা শেষ করতে পারি,” নেতাদের উদ্দেশে ও গণমাধ্যমকে বলেন ট্রাম্প। তিনি জানান, ইসরায়েলের জনগণ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি দেখা করবেন। “আমরা কিছু একটা করব, কারণ এটা অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে, আর আমরা চাই যুদ্ধের এবার অবসান হোক।” ট্রাম্প আরও বলেন, “আমরা এখানে এটাই দেখতে এসেছি যে আমরা জিম্মিদের ফেরত আনতে এবং যুদ্ধ শেষ করতে পারি কিনা, মধ্যপ্রাচ্যে প্রাণ ফিরিয়ে আনতে পারি কিনা- যেখানে জীবন সুন্দর, কিন্তু যুদ্ধ ছাড়া তা আরও সুন্দর, তাই নয় কি?” আরব নিউজ জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দেন।
তাদেরকে “বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ থেকে আসা মহান নেতা” হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, “তাদের সারা বিশ্বে সম্মান করা হয়। ওভাল অফিসে আমার কাছ থেকেও তারা সম্মান পান, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। যুক্তরাষ্ট্রও তাদের সম্মান করে।” হামাসসহ অন্যান্য গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “এখন তাদের কাছে ২০ জন জিম্মি আর ৩৮টি মৃতদেহ আছে ৃ আমাদের ৩৮টি দেহ ফিরিয়ে আনতে হবে এবং ২০ জনকেও ফিরিয়ে আনতে হবে। আমি মনে করি আমরা তা করতে সক্ষম হব।” “এটাই সেই দল, যারা বিশ্বের অন্য যে কোনও দলের চেয়ে বেশি করে এটা করতে পারবে। এটাই সেই দল।” কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, “আপনার এখানে আসার একমাত্র কারণ হল যুদ্ধ থামানো এবং জিম্মিদের ফিরিয়ে আনা। “আমরা আপনার নেতৃত্বের ওপর ভরসা করি, যাতে যুদ্ধ শেষ হয় এবং গাজার মানুষ উপকৃত হয়। সেখানকার পরিস্থিতি ভয়াবহ।” তিনি আরও বলেন, “আমরা এখানে একত্র হয়েছি যুদ্ধ থামানোর জন্য, জিম্মিদের ফিরিয়ে আনার জন্য এবং যা যা সম্ভব সবকিছু করার জন্য।” আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক এমন সময়ে হল যখন গাজায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার হিড়িক পড়েছে এবং যুদ্ধ জলদি শেষ করার দাবি জোরদার হয়েছে।
গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনও তাদের মিত্র ইসরায়েলের ভাষাতেই কথা বলছে। অন্য দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার কোনও ইঙ্গিতও তারা দেয়নি।
Leave a Reply