বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কয়েক মৌসুম ধরে কৃষকদের অন্যতম বড় সমস্যা ছিল সার সংকট। কৃষকেরা অভিযোগ করতেন, মৌসুমের সময় সার না পাওয়া, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, এমনকি ন্যায্যমূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হতো তাদের। এ অবস্থায় নতুন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ যোগদানের পর পরিস্থিতি একেবারে পাল্টে গেছে।আলমডাঙ্গার ডাউকি গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান, “গত বছর ধান রোপণের সময় ইউরিয়া সার নিয়ে ভীষণ ভোগান্তিতে পড়েছিলাম। কিন্তু এবার সময়মতোই সার পেয়েছি, তাও আবার সরকারি দরে।”পাশের কেশবপুর গ্রামের কৃষাণী রহিমা খাতুন বলেন, “আগে ডিলারদের কাছে গেলে নানা বাহানায় হয়রানি করত। এখন নিজের নাম নথিভুক্ত করলেই সঠিক সময়ে সার হাতে পাচ্ছি।”আলমডাঙ্গার সার ডিলার মো.আব্দুল বারি মিয়া বলেন, “কৃষি অফিসার মাঠপর্যায়ে কঠোর নজরদারি করছেন। সার মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করার সুযোগ নেই। নিয়ম মেনে কৃষকদের সরবরাহ করতে হচ্ছে।” উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের অভিযোগ শোনার জন্য অফিসে একটি অভিযোগ বাক্স রাখা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের কৃষি সহকারীদের মাধ্যমে মাঠপর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সার বিতরণে অনিয়ম পেলে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ। উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, “কৃষকেরা দেশের মেরুদণ্ড। তাদের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমানে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। আমরা চাই, কৃষক যেন মৌসুমে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।”অনুসন্ধানে দেখা গেছে, আগে অনেক ডিলার মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করত। এ কারণে কৃষকরা দালালের হাতে জিম্মি হয়ে পড়তেন। কিন্তু এখন নিয়মিত তদারকি, কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ গ্রহণের ব্যবস্থা থাকায় ডিলারদের অনিয়ম করার সুযোগ নেই।’ানীয় কৃষকরা বলছেন, যদি এভাবে সুশৃঙ্খল সরবরাহ ব্যবস্থা চলতে থাকে তবে আলমডাঙ্গায় কৃষি উৎপাদন আরও বাড়বে। এতে শুধু স্থানীয় বাজার নয়, জাতীয় খাদ্য নিরাপত্তায়ও ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply