1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:24 am

কুষ্টিয়ায় প্রতারক লিংকনের ফাঁদে পড়ে সর্বশান্ত একাধিক পরিবার ও ব্যবসায়িক

  • প্রকাশিত সময় Tuesday, September 23, 2025
  • 30 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার প্রতারক আসাদুল্লাহ আল গালিব ওরফে লিংকন নামের এক প্রতারকের খপ্পরের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন পাবনা ও নাটোর জেলার কয়েকটি পরিবার ও ব্যবসায়িক বলে অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানোর নাম করে ও ব্যবসায়ীদের সাথে সু সম্পর্ক গড়ে তুলে কার্জ নেওয়ার নামে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাৎ করে প্রতারনা করে পালিয়ে এসেছেন এই লিংকন। ভুক্তভোগী ব্যবসায়িক ও বিদেশ যাওয়ার নামে প্রতারনার ফাঁদে পড়া তিনজন এই প্রতারক লিংকনের নামে পাবনা কোর্টে অর্থ আত্মসাৎ ও প্রতারনার মামলা করেছেন।
প্রতারক আসাদুল্লাহ আল গালিব ওরফে আব্রাহাম লিংকন কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকার মাকসুদুল হক মাস্টার (অবসরপ্রাপ্ত) ছেলে। এই প্রতারকের বর্তমান ঠিকানা কুষ্টিয়া রেনইউক কমলাপুর হলেও মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর এলাকায় তার স্থায়ী আরেকটি বাড়ি রয়েছে। তার পিতা মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক লিংকন এর বিভিন্ন অপকর্মের ঢাকতে তারা পরবর্তীতে কুষ্টিয়াতে স্থানান্তরিত হয়।এবং উক্ত প্রতারণা টাকা দিয়ে বিলাসী জীবনযাপন করছে। বর্তমানে তারা কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাস করছে। সুত্রে জানা যায়, উডল্যান্ড রুপসিট লিমিটেড কোম্পানীর পাবনা জেলার এসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলো আসাদুল্লাহ আল গালিব ওরফে আব্রাহাম লিংকন। সেই সুবাধে পাবনা জেলায় বসবাস ও পাবনার অনেক ব্যবসায়ীদের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। পাবনা জেলার ইশ্বরদীর মুলাডলি এলাকার মেসার্স গ্রাম বাংলা এন্টারপ্রাইজ এর প্রোপাইটার মোঃ মনজুরুল ইসলামের সাথে প্রতারক লিংকন ব্যবসায়ীক সুবাদে সুসম্পর্ক করে। পরে লিংকন কৌশল অবলম্বন করে তার ব্যবসায়ীক উন্নয়নের জন্য ব্যবসায়িক মোঃ মনজুরুল ইসলামের কাছ থেকে ০৩/১১/২০২৪ ইং তারিখে নগদ তিনলক্ষ টাকা কার্জ নেয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলে প্রতারক লিংকন তার নিজ নামীয় স্ট্যান্ডার্ড ব্যাংক ও এসবিএল ব্যাংকের দুইটি দুই লক্ষ আশি হাজার টাকার চেক প্রদান করেন। পরে ওই ভুক্তভোগী ব্যবসায়ীকে নির্দিষ্ট তারিখে টাকা উত্তোলন করতে গেলে একাউন্টে কোন টাকা নেই জানান ব্যাংক কতৃপক্ষ। পরে ওই ব্যবসায়ীক নাটোর কোর্টে প্রতারক লিংকনের নামে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নাম্বার : সিআর ৫০২/২০২৫। অন্যদিকে প্রতারক আসাদুল্লাহ আল গালিব ওরফে আব্রাহাম লিংকন পাবনা আটঘড়িয়া নাদুরিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে জাকির হোসেন রোহান ও নাটোর জেলার বড়াইগ্রামের গোপালপুর এলাকার মৃত কুরবান আলী শেখের ছেলে আব্দুল হান্নান শেখ কে সিটি লাইন ট্রাভেলস এর পরিচালক হিসেবে পরিচয় দেন। প্রতারক লিংকন তাদের জানান তার কোম্পানীর মাধ্যমে বিদেশে লোক পাঠায় সে। তার কথার প্রেক্ষিতে ভুক্তভোগী জাকির হোসেন রোহান ও আব্দুল হান্নান বিদেশ যাওয়ার কথায় ইচ্ছে পোষন করেন। তাদের সাথে প্রতারক লিংকনের কানাডা যাওয়ার কথা হয়। কানাডায় প্রতি ঘন্টায় ২৫ ডলার পারিশ্রমিক হিসেবে প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি ফ্রুটস পিকার্সের কাজ দেওয়ার কথা বলেন প্রতারক লিংকন। এ নিয়ে তাদের ১০০ টাকার নন জুডিশিয়াল তিনটি স্ট্যাম্পে অঙ্গীকার নামা হয়। এর পর ওই প্রতারক মাথা প্রতি হাতিয়ে নেয় প্রায় ৯ লক্ষ করে দুই জনের কাছ থেকে মোট প্রায় ১৮ লক্ষ টাকা। এরপর কথা অনুযায়ী ভিসা দেওয়ার কথা থাকলেও বিভিন্ন রকম তালবাহানা শুরু করে দিনের পর দিন ভুক্তভোগীদের ঘুরাতে থাকে প্রতারক লিংকন। একপর্যায়ে ভিসা দেওয়ার কথা অস্বীকার করে গোপনে পাবনা এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী জাকির হোসেন রোহান পাবনা কোর্টে ও আব্দুল হান্নান নাটোর কোর্টে প্রতারক আসাদুল্লাহ আল গালিব ওরফে আব্রাহাম লিংকনের নামে মামলা করেন। বর্তমানে ভুক্তভোগীরা প্রতারক লিংকনের ফাঁদে পড়ে তাদের টাকা খইয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে। প্রতারক ওই লিংকনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে তার কঠিন শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে অভিযুক্ত আসাদুল্লাহ আল গালিব ওরফে আব্রাহাম লিংকনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640