দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে ধর্ষণ ও ২ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার হগোলবাড়িযা ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রথমে ঘটনায় মামলা নিরুৎসাহিত করলেও এক সপ্তাহ পর, গত ২২ সেপ্টেম্বর থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার নারী ও তার শশুর। যার নং ২৪ ও ২৫। এঘটনায় জড়িত ৩জন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন দৌলতপুর থানা পুলিশ।এছাড়াও ধর্ষণকারী ডাকাত দল ওই রাতে পাশ্ববর্তী আব্দুর রাজ্জাক কলেজ পাড়া গ্রামের মৃত জেসের মন্ডলের ছেলে জহুরুল ইসলামের বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ফেরার পথে সেলিম মহলদারের বাড়িতে ঢুকে ধর্ষণ ও পরে লুট করে নিয়ে যায়।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে ওই গ্রামের রুশুল মহলদারের ছেলে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫) সহ ৭/৮ জনের একটি সংবদ্ধ ডাকাত দল প্রতিবেশি সেলিম মহলদারের বাড়িতে জোরপূর্বক ঢুকে তার ছেলে রানা (২৫) ও তার ছোট ভাই রাহুর (২০) কে হাত পা বেধে রানার স্ত্রী এক সন্তানের জননী রিতু খাতুন (১৮) কে ধর্ষণ করতে চাইলে রিতু বাঁধা দেয়। পরে তার ৩ বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে রিতুকে জোর করে লাবু, সুবল ও তারিখ পালাক্রমে ধর্ষন করে। তারা যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরে পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে এবং রিতুকে অজ্ঞান অবস্থায় প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রিতু বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর সেলিম মহলদার বাদি হয়ে ডাকাতি মামলা করেন।মামলার পর ওই রাতে থানা পুলিশ লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করেন এবং পুলিশ রিতুকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে মেডিকেল পরিক্ষা সম্পন্ন করেছেন।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধের সাথে জড়িত কেউ রক্ষা পাবেনা।অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে।
Leave a Reply