1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:07 am

আলমডাঙ্গায় ২১৬ বোতল মাদকদ্রব্যসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত সময় Monday, September 22, 2025
  • 40 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকালরাত ১১টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত যুবক কুঠি পাইকপাড়া গ্রামের ওয়াছ উদ্দিনের ছেলে ফেলু মন্ডল (৪০)। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান এবং কাগজের কার্টুনে রাখা কর্কযুক্ত ২১৬ বোতল উদ্ধার করা হয়।অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন সহযোগী আসামি দৌড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। জব্দকৃত আলামত মূলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে তালিকা প্রণয়ন করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-২৯, তারিখ-২২/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)/৪১/৩৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640