1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:17 am

আলমডাঙ্গায় ইজারায় কাটা গাছ রাস্তায় ফেলে জনদুর্ভোগ ছবি তুলতে গেলে সাংবাদিক পড়েন তোপের মুখে

  • প্রকাশিত সময় Sunday, September 21, 2025
  • 48 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ইজারায় কাটা গাছ রাস্তায় ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জিকে খালের সাত কপাট থেকে বেলগাছি রোডের মকবুল এমপির মাছের ঘের এলাকায়।
গতকাল সকাল ৯টা ২০ মিনিট থেকে ১০টার মধ্যে কাটা গাছের গুঁড়ি ও ডালপালা সড়কে পড়ে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে স্কুলগামী শিক্ষার্থী, যাত্রী, রোগীবাহী যানবাহন, এমনকি মৃত ব্যক্তির জানাজায় অংশ নিতে যাওয়া ইমামসহ সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েন।
ভুক্তভোগীরা জানান, গাছ কাটার পর নিয়মমাফিক অপসারণ না করে ইজারাদারের লোকজন সেগুলো রাস্তায় ফেলে রাখে। এতে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ সময় ছবি তুলতে গেলে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাফর জুয়েলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইজারাদারের কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদারের কর্মচারী মিলটন উপস্থিত সকলের সামনে উদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন—
“সরকারি গাছ ইজারায় কেনা হয়েছে, যতক্ষণ খুশি রাস্তায় ফেলে রাখবো, কেউ কিছু করতে পারবে না।”
এমনকি সাংবাদিক ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে চাইলে তিনি থাবা মেরে ফোন ছিনিয়ে নেন। পরে পথচারীদের তীব্র প্রতিবাদের মুখে ফোনটি ফিরিয়ে দিতে বাধ্য হন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী গাছ কেটে দ্রুত অপসারণের কথা থাকলেও তা মানা হয়নি। এ ধরনের কাজ ভোরে বা সকালে করার কথা থাকলেও দিনের ব্যস্ততম সময়ে রাস্তায় গাছ ফেলে রাখা জনদুর্ভোগ বাড়িয়েছে। উপরন্তু সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পথচারীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত ইজারাদারের লোকজন গাছ সরানোর উদ্যোগ নেন।
এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640