কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, বর্তমান সময় একটি গুরুত্বপুর্ণ সময়। জেলার সার্বিক উন্নয়নে আইনশৃংখলা পরিস্থিতির নিয়ন্ত্রণের পাশাপাশি উন্নয়নেও আমাদের সচেতন হতে হবে। গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে আয়োজিত কুষ্টিয়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গির আলমের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সভার সুচনা ঘটে। এর পর তিনি সড়ক, গণপুর্ত, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্যসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানদের চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরার আহবান জানান। শুরুতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর সামনে হাইকোর্টের নিষেধাজ্ঞায় ফোর লেনের কাজ বন্ধথাকাসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি তুলে ধরেন। পরে গণপুর্ত, শিক্ষা, পানি উন্নয়ন বোর্ড এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান গণ পৃথক পৃথক ভাবে উন্নয়নের চিত্র তুলে ধরেন। আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, অন্তবর্তিকালীন সরকারের মুল লক্ষ্য হচ্ছে বিগত সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতিকে উর্দ্ধে রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই কুষ্টিয়ায় সরকারী সকল দপ্তরকে সরকারের এ নির্দেশনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ^) মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা, আইসিটি মিজানুর রহমান, সওজের নির্বাহী প্রকৌশলী, গণপুর্তের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, এনডিসি জাহিদ হাসানসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply