কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামে বাঁকীতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে পিতা পুত্রের হামলায় মোঃ ইদবার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ইদবার কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বর্গপুর গ্রামের মৃত আবু বক্কর শেখের ছেলে। ভুক্তভোগী অভিযোগ করে জানান, শনিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ইদবারের ভাই ওমর আলীর দোকান থেকে বাঁকীতে সিগারেট কিনতে যান জাহাঙ্গীরের ছেলে সোহান(২৩)। মুদি দোকানী ওমর আলী বাঁকীতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে সোহান ক্ষিপ্ত হয়ে মুদি দোকানী ওমর আলীর সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে উপস্থিত মুদি দোকানী ওমর আলীর ভাই ইদবার সোহানকে শান্ত হতে বলে স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত সোহান তার বাবা জাহাঙ্গীর, দাদা খবির উদ্দিন মালিথা ও তাদের সহযোগীরা ইদবারের পথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় ইদবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের সহযোগিতায় আহত ইদবারকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ হোসেন ইমাম জানান, আহত ইদবারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে। তবে তিনি আশঙ্খামুক্ত। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, “আমরা অভিযোগ পাওয়ার পর তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং- ১৮, তারিখ: ২১/০৯/২০২৫ ইং। এই ঘটনায় এজাহারভুক্ত ২জন জাহাঙ্গীর ও তার ছেলে সোহানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী মোঃ ইদবার ও তার পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জানিয়েছেন।
Leave a Reply