কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট শামিম উল হাসান অপু রবিবার দুপুরে হঠাৎ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। ডাক্তাররা সময়মতো আসছেন কি না, হাসপাতালের খাবারের মান কেমন, চিকিৎসা সেবার মান কেমন এসব বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। রোগী ও স্বজনদের অভিযোগ এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।পরে তিনি হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত করেন। হাসপাতালের পরিচালক আশ্বাস দেন যে, টুকটাক সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে এবং রোগীরা যেন সঠিক সেবা পান তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। এ সময় কুষ্টিয়া জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হাসপাতাল পরিদর্শন শেষে এ্যাড. অপু কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীদের বেতন সংক্রান্ত জটিলতা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ন্যায্য প্রাপ্য দ্রুত পরিশোধের দাবি জানান এবং এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, জনসাধারণের পাশে থেকে সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করা এ্যাড. অপু’র এ উদ্যোগ সাধারণ মানুষের আস্থা বাড়াবে।
Leave a Reply