কাগজ প্রতিবেদক ॥ পণ্যপরিবহনমালিক ও শ্রমিকদের ন্যায়সংগত ১৫ দফা দাবিআদায়েরলক্ষ্যে, কুষ্টিয়াসহ সারাদেশে কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইম মুভার-ট্রেইলার, মিনিট্রাক/পিকআপ-এ সারাদেশে ৭২ ঘন্টাকর্মবিরতিপালনচলছে। বাংলাদেশ কাভার্ড ভ্যান- ট্রাক-প্রাইমমুভারপণ্য পরিবহনমালিক এসোসিয়েশন এবংবাংলাদেশ ট্রাকচালকশ্রমিক ফেডারেশন এর ডাকে, ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬ টা থেকে এ কর্মবিরতিশুরুহয়েছে। চলবে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত। কুষ্টিয়া জেলাট্রাকমালিকগ্রুপএবংকুষ্টিয়া জেলাট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যানশ্রমিকইউনিয়ন ১১১৮, কুষ্টিয়া এর নেতৃবৃন্দ কুষ্টিয়ার ৪টি পয়েন্টে এ কমর্ বিরতি পালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। কুষ্টিয়ার ৪টি চেক পোষ্টের মধ্যে রয়েছে বটতৈল, বারোমাইল, খোকসা ও খলিসাকুন্ডি। কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ সাহা, দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক গণেশ জোয়ার্দ্দার এবং কুষ্টিয়া জেলাট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী ও কাভাডর্ ভ্যান শ্রমিক ইউনিয়ন ১১১৮, কুষ্টিয়া এরসভাপতিমাহাবুলহাসানরানাএসব তথ্য নিশ্চিতকরেছেন। নেতৃবৃন্দ বলেন, মোটর যান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর ওপর চাপিয়ে দেওয়া বর্ধিত আয়কর অবিলম্বে বাতিল করতে হবে এবং ইতি মধ্যে আদায় করা বর্ধিত কর স্ব স্ব মালিককে ফেরত দিতে হবে। গাড়ির কাগজপত্র চেকিং এর জন্য নির্দিষ্ট স্থাননির্ধারণ করতে হবে। পণ্য বাহী গাড়ি যত্রতত্র দাঁড় করানো যাবেনা। পুলিশের সকল প্রকার হয়রানি ও নির্যাতন বন্ধসহ পণ্য পরিবহনমালিক ও শ্রমিকদের ন্যায় সংগত ১৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এর আগে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের কনফারেন্সরুমে এ বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ট্রাক মালিকগ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ। সভায় ২১ সেপ্টেম্বর ২০২১ ভোর ৬ টা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২১ ভোর ৬টা পর্যন্ত কাভার্ডভ্যান, ট্রাক, প্রাইমমুভার-ট্রেইলার, মিনিট্রাক/পিকআপ-এ সারাদেশে ৭২ ঘন্টাকর্মবিরতি পালনেরলক্ষ্যে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কাভার্ড ভ্যান- ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মকবুলআহমেদ, মহাসচিব চৌধুরীজাফর আহমেদ সহ কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আরো বক্তব্য রাখেনবাংলাদেশ ট্রাকচালক ফেডারেশনেরসভাপতিতালুকদার মো. মনির, জেনারেল সেক্রেটারি ওয়াজিউল্লাহসহ কুষ্টিয়া জেলা ট্রাকমালিক গ্রুপের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
Leave a Reply