আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সাথে প্রথম মাসিক সভা গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ বশিরুল আলম এবং পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ রিফাজ্জেল হোসেন। সভায় সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, সহ-সভাপতি কে.এ মান্নান, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, মোঃ কাইরুল ইসলাম ও মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড?া সম্পাদক মোহা: মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, মোঃ মাহফুজ আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম উলু উপস্থিত ছিলেন।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধানে সংবাদকর্মীদের ভূমিকা এবং ক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, “আমাদের প্রেসক্লাবটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হলেও এই প্রথম নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয়েছে।” সভায় নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করে উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর করার অঙ্গীকার করেন। সভা শেষে ক্লাবের পক্ষ থেকে সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply