বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্তধার বাবু গিরিধারী লাল মোদির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল শনিবার দুপুরে তাঁর মরদেহ ঢাকা থেকে আলমডাঙ্গার পারিবারিক বাসভবনে আনা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা জামাতের সহ সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র হাসান কাদির গনু ও এম সবেদ আলি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মীয়স্বজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান। শোকের ছায়ায় আচ্ছন্ন হয় পুরো আলমডাঙ্গা।
পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আলমডাঙ্গা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিল্পপতি গিরিধারী লাল মোদি দেশের শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর প্রয়াণে জাতি একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবককে হারালো বলে বক্তারা উল্লেখ করেন।
Leave a Reply