1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 11:41 am

পদ্মা সেতুতে ৬.০৩ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি স্বাক্ষর

  • প্রকাশিত সময় Saturday, September 20, 2025
  • 41 বার পড়া হয়েছে

এনএনবি : পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ এবং ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবেÑ যা প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ফুয়েল চালিত ১,২০০টি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেয়ার সমপরিমাণ পরিবেশগত সুফল বয়ে আনবে।  চুক্তি স্বাক্ষর উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জনাব ফেরদৌস আলম বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’ ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম বলেন, ‘ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সেতু কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড, ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, বাংলাদেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর একটি। সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন (ঊচঈ) সেবায় বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করে যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640