এনএনবি : চারবছর আগে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। এবার খড়্গ নামল ইন্টারনেটে। ‘অনৈতিক কর্মকা-’ রুখতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে আফগানিস্তানের একের পর এক প্রদেশে। প্রথমে মঙ্গলবার উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এবার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু প্রদেশ- কুন্দুজ, বাদাখশান, বাঘলান, নানগরহার এবং তাখর প্রদেশেও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা আসার পর থেকে এই প্রথম ইন্টারনেটের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করল তালেবান। এর জেরে ওই প্রদেশগুলোর ঘরবাড়ি-সহ, সরকারি কার্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসারকারি অফিসেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। তবে মোবাইলে ইন্টারনেট পরিষেবা এখনও চালু রয়েছে। বাল্খ প্রদেশের প্রশাসন মঙ্গলবারই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কথা জানায়। আফগানিস্তানের অন্য কয়েকটি প্রদেশেও ব্রডব্যান্ড ইন্টারনেট পাওয়া না যাওয়ার কথা শোনা গিয়েছিল। পরে জানা যায়, উত্তর আফগানিস্তানের আরও বেশ কিছু প্রদেশে একইভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। তালেবান প্রশাসন বলছে, ‘অনৈতিক কাজকর্ম’ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের কট্টর ইসলামিক গোষ্ঠীগুলো এর আগে ইন্টারনেটের লাগামছাড়া ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিল, এর ফলে ‘পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ছে। নারী-পুরুষের মধ্যে অনলাইনে সম্পর্কও তৈরি হচ্ছে’। এ পরিস্থিতিতেই প্রশাসন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বেশ কিছু প্রদেশে। ইন্টারনেট বন্ধের আগে মেয়েদের হাই স্কুলে যাওয়া বন্ধ করা থেকে শুরু করে কর্মস্থলে নারী নিয়োগ নিষিদ্ধ করা-সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তালেবান সরকার। তা নিয়ে সমালোচনা হয়েছিল। এবার ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হচ্ছে। আফগানিস্তানে সাবেক মার্কিন দূত জালমে খালিলজাদ বার্তা সংস্থা‘রয়টার্স’কে বলেছেন, এই নিষেধাজ্ঞা অযৌক্তিক। তার কথায়, “যদি পর্নোগ্রাফির কারণে এই উদ্বেগ হয়, তবে অনেক মুসলিম দেশের মতো এ ক্ষেত্রেও তা সহজে তা ফিল্টার করা যেত। বিভিন্ন মুসলিম দেশই তা করেছে।”
Leave a Reply