এনএনবি : প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেন কীরকম চলছে, এমন প্রশ্ন করায় ক্যামেরার সামনেই অস্ট্রেলিয়ান এক সাংবাদিককে একহাত নিয়েছেন চলতি বছরই দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়া ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাজ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে মঙ্গলবার হোয়াইট হাউসের লনে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) আমেরিকার সম্পাদক জয় লায়নসের এক প্রশ্নের পর তিনি ক্ষেপে যান বলে জানিয়েছে গার্ডিয়ান। লায়নস মার্কিন প্রেসিডেন্টের কাছে জানুয়ারিতে ওভাল অফিসে ফিরে আসার পর থেকে তার সম্পদ কতটা বেড়েছে তা জানতে চাইলে প্রথমে স্বাভাবিকভাবেই ট্রাম্প বলেন, “আমি জানি না।” ট্রাম্প অর্গানাইজেশন এখন ছেলেমেয়েরাই চালায়, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “বেশিরভাগ চুক্তি আমি আগেই করেছি। এটা এমন একটা কাজ যা আমি জীবনভর করেছি। আমি ভবনের পর ভবন বানিয়েছি।” এ পর্যন্ত সব স্বাভাবিকই ছিল। কিন্তু লায়নসের প্রশ্নটা যে আদতে ট্রাম্পকে বেশ ‘ত্যক্ত’ করেছে, বোঝা যায় তার পরমুহূর্তের মন্তব্যে। অস্ট্রেলীয় এ সাংবাদিকের দিকে ফিরে তিনি বলেন, “আপনি এখন অস্ট্রেলিয়ার খুব ক্ষতি করছেন, অথচ তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনি জানেন আপনাদের নেতা খুব শিগগিরই আমার সঙ্গে দেখা করছেন। আমি তাকে আপনার সম্বন্ধে বলবো। আপনি খুবই খারাপ আবহ তৈরি করছেন।” সেসময় লায়নস আরেকটি প্রশ্ন করার চেষ্টা করলে ট্রাম্প তার তর্জনি ঠোঁটের কাছে এনে বলেন, “চুপ।” অবশ্য লায়নস ও ট্রাম্পের এমন কথোপকথন থেকে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে, তা হল- দিনকয়েক পর জাতিসংঘের সাধারণ পরিষদে ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মুখোমুখি হচ্ছেন। দুই নেতার বৈঠক ঘিরে কয়েক মাস ধরেই অনিশ্চয়তা চলছিল।
জুনে জি২০ সম্মেলনের সময় সফর সংক্ষিপ্ত করায় আলবানিজের সঙ্গে বৈঠক করা হয়নি ট্রাম্পের। তবে কিছুদিন আগেই অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সামনের দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। এমন এক সময়ে সাংবাদিক লায়নসের সঙ্গে ট্রাম্প এ তর্কে জড়ালেন যখন যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সম্পর্কে টানাপড়েন ক্রমশ বাড়ছে বলেই মনে হচ্ছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে অস্ট্রেলিয়াকে ১৭ হাজার ৬০০ কোটি পাউন্ডে সাবমেরিন দেওয়ার চুক্তি পর্যালোচনা শুরু করেছে। তারা অস্ট্রেলীয় পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কও আরোপ করেছে, যার সমালোচনা করে আলবানিজ বলেছিলেন, এটা ‘কোনো বন্ধুর কাজ হতে পারে না’। ক্যানবেরা যেন তার প্রতিরক্ষা বাজেট জিডিপির সাড়ে তিন শতাংশে উন্নীত করে সেজন্যও ওয়াশিংটন চাপ দিয়ে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। লায়নস পরে তার প্রশ্নের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, “প্রশ্নটা খুবই স্বাভাবিক ছিল।” গবেষণার ওপর ভিত্তি করে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং মোটেও মার্কিন প্রেসিডেন্টকে অপমান করার উদ্দেশ্যে করা হয়নি, এবিসিকে এমনটাই বলেছেন এ সাংবাদিক। “আমার জন্য, এটা ছিল খুবই স্বাভাবিক একটা জিজ্ঞাসা, এবং আমি মনে করি প্রশ্নটা উসকানিমূলকও ছিল না,” বলেছেন তিনি। ট্রাম্পের ক্ষেপে যাওয়ার এ ঘটনা ‘টেলিভিশনের জন্য বেশ উপাদেয়’ হয়েছে বলেও মন্তব্য তার।
ওভাল অফিসের লনে ট্রাম্প চটে যাওয়ার কিছুক্ষণ পর হোয়াইট হাউসের এক অ্যাকাউন্ট থেকে সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে ট্রাম্পের প্রতিক্রিয়াটুকু দেখানো হয়। সেখানে ক্যাপশনে লেখা ছিল, “ট্রাম্পের হাতে নাকাল হল এক অভদ্র বিদেশি ব্যর্থ ফেক নিউজ।”
Leave a Reply