কাগজ প্রতিবেদক ॥ নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাড. শামিম উল হাসান অপু, কে এম জাহিদ, আমজাদ হোসেন বিদ্যুৎ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম স্মারকলিপি গ্রহণ করেন। অ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “দিন দিন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। দুর্ঘটনা রোধে সরকার ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে। সড়কে রোড সাইন, ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কের পাশ দিয়ে থ্রি হুইলার চলাচলের ব্যবস্থা ও পায়ে হাঁটার জন্য ফুটপাত তৈরি করা জরুরি। জনসচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।” সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো— ১. কুষ্টিয়ার সব সড়কে পর্যাপ্ত ও নিরাপদ ফুটপাত নির্মাণ। ২. প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন। ৩. প্রতিটি মোড়ে ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন। ৪. সড়কের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য প্রতিটি মোড়ে সিসি ক্যামেরা বসানো। ৫. থ্রি হুইলার যানবাহনের জন্য মহাসড়কের পার্শ্ববর্তী পৃথক রাস্তা নির্মাণ। সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply