আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় আসন্ন দুর্গাপুজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় আলমডাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার আনসার ও ভিডিপি জেলা অ্যাডজুট্যান্ট আবুল হাসনাত মোঃ লতিফুল আলম। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা উপজেলা পরিষদ মাঠে উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত হলে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের কাগজপত্রগুলো যাচাই-বাছাই করা হয়। এসময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষক মাজিদুল হক,প্রশিক্ষিকা রওশন আরা খাতুন ও উপজেলা আনসার ও ভিডিপি কোম্পানি কমান্ডার মুক্তার হোসেন।
এ বিষয়ে জেলা অ্যাডজুট্যান্ট বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কাগজপত্রগুলো যাচাই-বাছাই করছি, যাচাই-বাছাই শেষে যারা নিয়মের মধ্যে পড়বে, আমরা তালিকা করে তাদের নাম-ঠিকানা জেলা পুলিশ সুপার বরাবর পাঠাবো। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন করে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে।’ তিনি আরও বলেন, ‘আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিউটির জন্য আমরা যে লোকগুলো বাছাই করব, তাদেরকে অবশ্যই সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং আনসার ভিডিপির তাদের সার্টিফিকেট থাকতে হবে। দুর্গাপুজাকে কেন্দ্র করে আমরা যে লোকগুলো নিবো, তাদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং পুজা মণ্ডপে যেন শৃঙ্খলার অবনতি না হয়, এ জন্য তারা সুশৃঙ্খলভাবে কাজ করবে।’
Leave a Reply