এনএনবি : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস এর নেতাদের ওপর আরও হামলার সম্ভাবনা নাকচ করেননি।
কাতারে গত সপ্তাহের হামলার পর তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তারা রেহাই পাবে না। জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, প্রতিটি দেশের নিজ সীমানার বাইরে গিয়ে নিজেদের রক্ষা করার অধিকার আছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে জ্যেষ্ঠ হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এ হামলার সমালোচনা করেছেন। হামাস জানিয়েছে, হামলায় ছয়জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন।
৯ সেপ্টেম্বরের ওই হামলায় যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, আমরা নিজেরাই এই কাজ করেছি।
কাতারে ইসরায়েলের হামলা নিয়ে দোহায় জরুরি বৈঠকে বসেছে আরব ও ইসলামিক দেশগুলো। কাতারের প্রতি সমর্থন জানাতেই আয়োজন করা হয়েছে এই বৈঠক।
কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিমুখী নীতি বন্ধ করে ইসরায়েলকে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কাতারে আছে প্রধান একটি মার্কিন বিমানঘাঁটি। গাজায় যুদ্ধবিরতির চেষ্টাতেও ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষো আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে কাতারের ভূমিকা রয়েছে। ২০১২ সালে থেকে কাতারে আছে হামাসের রাজনৈতিক ব্যুরো।
Leave a Reply