1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 1:33 pm

কুষ্টিয়া সদর উপজেলার বিএনপির সভাপতি মুরাদ ও সাধারণ সম্পাদক বিপ্লব নির্বাচিত

  • প্রকাশিত সময় Monday, September 15, 2025
  • 128 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। উদ্বোধক ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ ও পরিচালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব। এছাড়া উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়কারী আব্দুল মাজেদসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর আগে শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এতে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল সংখ্যক কাউন্সিলরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত পরিবেশ। এদিকে ভোট গননা শেষে, জেলা বিএনপির দলীয় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মজিদ বেসরকারি ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন, সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ, তিনি ছাতা প্রতীকে ৫৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বকর সিদ্দিক গরুর গাড়ি প্রতীকে ২৫২ ভোট ও অপর জন অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ডাবলু চেয়ার প্রতীকে ৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত হওয়া আহবায়ক কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, তিনি চাকা প্রতীকে ৪৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান খোকন মই প্রতীকে ৪০৯ ভোট ও অপর প্রার্থী সহিদুজ্জামান শিপন আনারস প্রতীকে ৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুজ্জামান জিকু মোমবাতি প্রতীকে ৫৩০ ভোটে ১ম ও আলমগীর হোসেন কাপ পিরিচ প্রতীকে ৫১৮ ভোটে ২য় হয়ে বিজয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এস আর শিপন খান ফুটবল প্রতীকে ৩৩২ ভোট ও সহিদুল ইসলাম হরিণ প্রতীকে ২৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি আরও সক্রিয় ও সংগঠিত হয়ে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ও জেলার নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640