এনএনবি : মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা একটি ট্রেইলার, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সির আরোহী ছিলেন। ইউকাতান রাজ্যের জননিরাপত্তা সচিবের বরাতে রয়টার্স জানিয়েছে, রাজ্যটির মেরিদা শহর ও প্রতিবেশী রাজ্য কাম্পেচের কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে শনিবারক দুর্ঘটনাটি ঘটে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতে ইউকাতানের গভর্নর হোয়াকিন ডিয়াজ মেনা বলেছেন, “এই বেদনাদায়ক মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করছি আমরা।” তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগ, নিরাপত্তা কর্মকর্তারা ও স্বাস্থ্য কর্মীরা অবিলম্বে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ছুটে যায়।”
Leave a Reply