দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে উদয়নগর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নদীগর্ভে বিলীন হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কারণে আকস্মিক ভাঙনের সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই উদয়নগর বিওপির প্রায় দুই-তৃতীয়াংশ অংশ নদীতে বিলীন হয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে অবশিষ্ট অংশও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে গত ১৩-১৫ আগস্টের মধ্যে বিওপির অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জামাদি আগেই পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অবশিষ্ট অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন ও জনবল নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে দ্রুত স্থানান্তর করা হয়। বর্তমানে সকল বিজিবি সদস্য, অস্ত্র ও গুরুত্বপূর্ণ কন্ট্রোল আইটেম নিরাপদে এবং সুরক্ষিত অবস্থায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, উদয়নগর বিওপি সংলগ্ন পদ্মা নদীর এলাকাটি চোরাচালানপ্রবণ বলে পরিচিত। এ প্রেক্ষাপটে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোট ব্যবহার করে টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে বিকল্প স্থানে নতুন বিওপি অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply