এনএনবি : গাজায় মানবিক সাহায্য পাঠাতে উদ্যোগী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফর গাজা (জিএসএফ) জানিয়েছে, তিউনিসিয়ার একটি বন্দরে তাদের একটি প্রধান নৌকায় ড্রোন হামলা হয়েছে। তবে তিউনিসিয়া সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে জিএসএফ জানায়, পর্তুগিজ পতাকাবাহী নৌকাটি তাদের স্টিয়ারিং কমিটি বহন করছিল। এতে আগুন ধরে যায় ডেক ও নিচতলার স্টোরেজে। তবে নৌকায় থাকা ছয়জন যাত্রী ও কর্মী সবাই নিরাপদে রয়েছেন। তবে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিদি বু সাঈদ বন্দরে নৌকায় ড্রোন হামলার খবর “সত্য নয়।” তারা দাবি করেছে, নৌকাটির ভেতরেই আগুন লেগেছিল। ফ্লোটিলা উদ্যোগটি আন্তর্জাতিকভাবে সমর্থিত, যার লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে বেসামরিক নৌযানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। এতে ৪৪টি দেশের প্রতিনিধি যুক্ত রয়েছেন; এর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থি রাজনীতিক মারিয়ানা মর্টাগুয়াও আছেন। জিএসএফ এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে “ফ্যামিলি বোট” উপর থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছে। ভিডিওতে একটি উজ্জ্বল বস্তু নেমে এসে নৌকাটিকে আঘাত করার পর ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনার পর ডজনখানেক মানুষ বন্দরের বাইরে ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন, রয়টার্সের এক প্রতিবেদকের বরাতে একথা বলা হয়।
২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল ওই উপকূলে নৌ অবরোধ জারি করে রেখেছে। অস্ত্র পাচার ঠেকানোই যার উদ্দেশ্য বলে দাবি তেল আবিবের। ২০২৩ সালের অক্টোবরে হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মা করে, ইসরায়েলের হিসেবে।
এর জবাবে শুরু হওয়া অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় মার্চের শুরু থেকে গাজায় মারাত্মক সংকট তৈরি হয়। জাতিসংঘ বলছে, উপত্যকার কিছু অংশে এখন দুর্ভিক্ষ চলছে। এর আগে জুনে ইসরায়েলি নৌবাহিনী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে বহনকারী একটি ব্রিটিশ পতাকাবাহী ইয়ট আটক করেছিল। একে ‘হামাসের পক্ষে প্রচারণা’ বলে উড়িয়ে দেয় তারা। ড্রোন হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে জিএসএফ। তাদের ভাষায়, “ভয় দেখানো বা গন্তব্য থেকে সরাতে করা কোনও আক্রমণ আমাদের থামাতে পারবে না। গাজার জনগণের পাশে দাঁড়ানোর এই শান্তিপূর্ণ যাত্রা আমরা দৃঢ় সংকল্পে চালিয়ে যাব।”M জাতিসংঘের ফিলিস্তিনি ভূখ-বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি রয়টার্সকে বলেন, “কে আক্রমণ করেছে আমরা জানি না। তবে এটি যদি ইসরায়েল হয়ে থাকে, তাহলে সেটি তিউনিসিয়ার সার্বভৌমত্বের ওপরই আঘাত।” ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply