দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে স্বপ্না খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশু স্বপ্না খাতুন একই গ্রামের সূর্য আলীর একমাত্র কন্যা সন্তান। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার সময় অসাবধানবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু স্বপ্না। পরে এলাকাবাসী ডুবন্ত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। শিশুটি খেলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি দুর্ঘটনা হলেও যথাযথ প্রক্রিয়া অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হযেছে।
Leave a Reply