কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া দৌলতপুর ও মেহেরপুরের গাংনি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় চকলেট বাজি, নেশাজাতীয় ট্যাবলেট, মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজন চোরাকারবারিকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার (৬ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।সকাল ১১টা ৪০ মিনিটে মেহেরপুরের গাংনি উপজেলার নওদাপাড়া বাজারে ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন (৪০) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ভারতীয় ২৩ হাজার পিস চকলেট বাজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২৫ হাজার টাকা। আটক ইয়াসিন দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার আবদুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।একইদিন দুপুর ৩টা ১৫ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বিওপি এলাকার মরঘাটি সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০০ পিস ডেক্সামিথাসন ট্যাবলেট এবং ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এসবের মূল্য ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার টাকা।এছাড়া রাত ৮টা ৪০ মিনিটে বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় টহল চালিয়ে ভারতীয় ১৮ বোতল মদ ও ৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।রোববার দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অভিযানে মোট ১০ লাখ ৭৩ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত আসামিকে মোটরসাইকেল ও মালামালসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Leave a Reply