কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেছেন, ফ্যাসিবাদী সরকার শিক্ষা এবং গণমাধ্যমকে একেবারেই নিঃশেষ করে সাংবাদিকদের স্বাধীনতা হরন করেছিল নগ্নভাবে আর শিক্ষাব্যবস্থাকে ভংগুল করে জাতিকে ভয়ানক ক্ষতির মধ্যে ফেলেছিল। তাদের দুঃসাহসিকতার চরম মুল্য দিয়েছে আমাদের সন্তানেরা। আর সেই সব বীর ছাত্র-জনতার কারনেই আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবের সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, টেলিভিশন জার্নাালিষ্ট এসোসিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুজ্জামান ডাবলু জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় আমরা কুষ্টিয়াকে একটি সুন্দর অবস্থানে পৌছে দিতে পারি। তিনি বলেন, ফ্যাসিবাদ এখন যায় নিতাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের পারস্পারিক বিদ্যামান সমস্যা নিরসনকল্পে সহযোগিতা করতে হবে। নবাগত জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়া শহরকে যানজট মুক্ত করতে হকারদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৈধ ব্যবসায়ীরাই সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে । তিনি বলেন, শহরের সড়ক গুলোকে মেরামতের ব্যবস্থা নেয়া হবে। আসন্ন লালনের অনুষ্ঠানকে আরো শৃংখলাভাবে করার ব্যাপারে আমাদের প্রচেষ্ঠা থাকবে। তিনি বলেন, সকল ভাল কাজের সাথে আমি থাকবো আপনারা আমাকে সহযোগিতা করলে কুষ্টিয়াকে নান্দনিকভাবে সকলের সামনে উপস্থাপন করতে পারবো বলে বিশ^াস রাখি। তিনি সকল অপশক্তিকে রুখতে সকলের সম্মিলিত সহযোগিতা এবং আন্তরিক মনোভাব জরুরী বলে মনে করেন। জেলা প্রশাসক বলেন, জেলাকে মাদকমুক্ত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। মাদকের ব্যাপারে কোন আপস থাকবে না। তিনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বখাটেদর উপদ্রব এবং শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর মনিটরিং করবেন বলে জানান। সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকী, সংগ্রাম প্রতিনিধি খালিদ হাসান সিপাহী, প্রথম আলো প্রতিনিধি তৌহিদী হাসান, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আ,ফ,ম নুরুল কাদের, মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, মাটির পৃথিবী সম্পাদক এম এ জিহাদ, খবরওয়ালা পত্রিকার সম্পাদক মুন্সী শাহিন, বিজয় টিভি প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্রমুখ।
Leave a Reply