কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা জিয়ারুখী ইউনিয়নে নতুন রাস্তা ও ড্রেনের কাজ উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে যোগযোগ, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, কৃষিতে উন্নয়ন করে চলেছেন। তিনি বলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এমপি কুষ্টিয়াকে যোগযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিভাগে উন্নয়ন করে চলেছেন। কুষ্টিয়ার নির্ভৃতপল্লী গ্রামের পর্যায়ক্রমে সকল রাস্তা, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে সদর উপজেলার জিয়ারুখী ইউনিয়নের নতুন রাস্তা ও ড্রেনের কাজ’র উদ্ধোধন করা হয়। এলাকার উন্নয়নমুলক কাজে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় জিয়ারুখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একরামুল হক, সদর উপজেলা সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সর্দ্দার পাভেল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply