দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আল মামুন কে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজ আল মামুন নিজ এলাকার বড়গাংদিয়া কলেজ মোড়ে সাধারন মানুষের সাথে কথা বলছিলেন। এসময় দৌলতপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। ফিরোজ আল মামুনকে গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকার আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে করা হয়েছে।উল্লেখ্য, ফিরোজ আল মামুন দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের পরপর ৩বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মিথ্যা মামলায় ফিরোজ আল মামুনকে গ্রেপ্তার করায় এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
Leave a Reply