1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 2:19 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

ইতালির ফ্যাশন ডিজাইনার জর্জো আরমানি মারা গেছেন

  • প্রকাশিত সময় Friday, September 5, 2025
  • 54 বার পড়া হয়েছে

এনএনবি : ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার জর্জো আরমানি ৯১ বছর বয়সে মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। এতে বলা হয়, “আরমানি গ্রুপ অত্যন্ত দুঃখের সঙ্গে এর স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং অক্লান্ত চালিকা শক্তি জর্জো আরমানির মৃত্যু ঘোষণা করছে।” তিনি বাড়িতেই মারা গেছেন এবং সে সময় প্রিয়জনরা পাশে ছিলেন বলে জানিয়েছে তার ফ্যাশন হাউজ। অসুস্থ থাকায় তিনি গত জুনে মিলানে আয়োজিত ফ্যাশন সপ্তাহে তার দলের শো’তে উপস্থিত থাকতে পারেননি। বিবিসি জানায়, আরমানির ফ্যাশন প্রতিষ্ঠান বছরে ২০০ কোটির বেশি ইউরো আয় করে। আরমানি তার স্বতন্ত্র শৈলীর জন্য পরিচিত ছিলেন। মার্জিত পোশাক, আধুনিক নকশা এবং উচ্চ-মানের উপকরণ ব্যবহারের জন্য তিনি পরিচিত। বিংশ শতাব্দীর শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরুতে পোশাকে স্বাচ্ছন্দ্য এবং আধুনিকতা প্রবর্তন করেছিলেন আরমানি। ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিভার পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবেও নিজের বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। আরমানি ব্রান্ডের ইন্সটাগ্রাম পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, আরমানি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। কোম্পানির জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। ব্যবসার প্রতিটি দিক তত্ত্বাবধান করতেন নিজ হাতে। কিং জর্জো ইতালির উত্তরাঞ্চলের ছোট শহর পিয়াচেনসায় ১৯৩৪ সালের জুলাইয়ে জন্মেছিলেন জর্জো আরমানি। চিকিৎসক হওয়ার ইচ্ছে থাকলেও মিলানে একটি ডিপার্টমেন্ট স্টোরে পার্টটাইম কাজ করতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনের জগৎ তাকে আকৃষ্ট করে। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই ডিজাইনারকে ‘রেড কার্পেট ফ্যাশনের জনক’ বলা হয়। নিজের ব্র্যান্ডের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ মাসে মিলান ফ্যাশন উইকে বড় আয়োজন করার পরিকল্পনাও ছিল তার। ১৯৭০-এর দশকের শেষ দিকে পুরুষদের জন্য তৈরি তার সিগনেচার ‘আরমানি স্যুট’ ইতালীয় রেডি-টু-ওয়্যার স্টাইলকে বিশ্বমানচিত্রে তুলে ধরে।
১৯৮০-এর দশকে নারীদের জন্য ‘পাওয়ার স্যুট’ বাজারে এনে ক্লাসিক এই ডিজাইনকে আরও প্রসারিত করেন তিনি। হলিউড ও সঙ্গীত জগতের বহু তারকা যেমন জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি, কেট ব্লানচেট ও লেডি গাগা আরমানির পোশাকে প্রকাশ্যে এসেছেন। চলচ্চিত্রেও তার অবদান ছিল ব্যাপক; রিচার্ড গিয়ার অভিনীত আমেরিকান গিগোলো (১৯৮০)-সহ ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। ‘রে জর্জো’ (কিং জর্জো’) নামে পরিচিত এই ফ্যাশন কিংবদন্তী ফ্যাশনের জগতে তার অবদানের জন্য ফরাসি ‘লেজিয়ন অব অনার’ এবং ইতালির ‘অর্ডার অব মেরিট ফর লেবার’ খেতাব পান। মৃত্যুর সময় তার সাম্রাজ্যের পরিমাণ দাঁড়ায় ৭৪৪ কোটি পাউন্ডের বেশি। পোশাকের বাইরে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল গৃহসজ্জা, পারফিউম, বই, ফুল, বার, ক্লাব ও রেস্তোরাঁ পর্যন্ত। তিনি মালিক ছিলেন ইতালির খ্যাতনামা বাস্কেটবল দল ওলিম্পিয়া মিলানো-এরও, যা পরিচিত ছিল ইএ৭ আরমানি মিলান নামে। তবে বিতর্কও কম হয়নি। ২০১৫ সালে সমকামী পুরুষদের ফ্যাশন পছন্দ নিয়ে মন্তব্য করে সমালোচিত হন তিনি। আর ২০০৯ সালে তার কোম্পানিকে বিদেশে নিবন্ধিত প্রতিষ্ঠান নিয়ে কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায়ও পৌঁছাতে হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640