কাগজ প্রতিবেদক ॥ ঝিনাইদহ জেলা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, মাগুরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (অবঃ) রেজাউল ইসলাম ও জামেলা আখতার রিনার কন্যা নওশীন তাবাসসুম জেসিকা সদ্য সমাপ্ত এস, এস, সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রেটিনা আয়োজিত রেটিনা বায়োলজি অলিম্পয়ার্ড’২৫’ ১৩ তম স্থান দখল করায় তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক জমকালো আয়োজনে জেসিকা এ পুরুস্কার গ্রহন করেন। এ সময় কৃতি শিক্ষার্থীর মাতা জামেলা আখতার রিনা উপস্থিত ছিলেন। জেসিকার স্বপ্ন সে এইচ, এস, সি পরীক্ষায়ও কৃতিত্ব অর্জন শেষে চিকিৎসাশাস্ত্র নিয়ে লেখা পড়া করবেন বলে জানিয়েছেন। সে সকলের কাছে দোয়া কামনা করেছে।
Leave a Reply