ঘোড়াই ঘাটে ব্রীজ নির্মাণে এলজিইডির প্রকল্প পরিচালকের সমীক্ষা পরিদর্শন
কাগজ প্রতিবেদক ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্রীজ বাস্তবায়ন প্রকল্পের পরিচালক মোঃ এবাদত আলী বলেছেন, এলজিইডি এমন একটি দপ্তর যেখানে দ্রুত সিন্ধান্ত গ্রহনে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তবে এ অঞ্চলের মানুষের চাহিদা, গুরুত্ব বিবেচনায় এ স্থানটিতে ব্রীজ নির্মাণ অনেকটা ইতিবাচক বিষয়। যা অনেক জায়গায়ই খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, সম্ভাব্য যাচাই-বাচাই শেষে খুব দ্রুত ঘোড়াই ঘাটে ব্রীজ নির্মাণের সিন্ধান্ত গ্রহন করা হবে বলে আশা করতে পারি। গতকাল সকালে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি এলাকাবাসীকে আশস্ত করে বলেন, আপনাদের সকলের সহযোগীতার পাশাপাশি এ এলাকার মানুষের চাহিদা ও গুরুত্ব বিবেচনার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, ব্রীজ শুধু মানুষের পারাপারের কাজেই ব্যবহৃত হয় না। এর সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক সুরক্ষাও জড়িত। তাই গড়াই নদীর উপরে ঘোড়াই ঘাটে ব্রীজ নির্মাণের বিষয়টি আমি মনে করি একটি ইতিবাচক সিন্ধান্ত। এ সময় এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, সহকারী প্রকৌশলী রেজাওয়ানুর রহমান, কুমারখালী উপজেলা সহকারী প্রকৌশলী নাজমুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আহসান হাবীব ও শহীদ আবরার ফাহাদের পিতা বরকতল্লাহ ও সেতু বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply