কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার কুমারগাড়া এলাকায় অসুস্থ্য গরু জবাই ও মাংস বিক্রির দায়ে রাজু শেখ নামে এক কসাইকে জরিমানা দায়ের করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্ত বাবু মাংসের দোকানের মালিক কসাই রাজু শেখকে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে জব্দকৃত প্রায় ১০০ কেজি গরুর মাংস জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযুক্ত কসাই রাজু শেখ কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত কসাই রাজু শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ্য গরুর মাংস বিক্রি করে আসছে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক মাসুম আলীসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে অভিযোগের সতত্যা মেলে। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ জেলা পুলিশের একটি দল। ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক মাসুম আলী জানিয়েছেন, কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকার রাজু শেখ নামে এক কসাই অসুস্থ্য গরুর মাংস বিক্রি করে আসছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অভিযানে অভিযোগের সত্যতাও মেলে। অভিযুক্ত কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি মাংস ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে অসুস্থ্য গরু জবাই ও মাংস বিক্রি থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
Leave a Reply