1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 1:03 pm

১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

  • প্রকাশিত সময় Monday, September 1, 2025
  • 66 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১০৪ রানের টার্গেট দিয়েছে সফরকারী নেদারল্যান্ডস। টস হেরে প্রথমে ব্যাট করে ১৭ দশমিক ৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান ডাচদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ২ ওভারে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। তৃতীয় ওভারে প্রথম বোলিং আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ওপেনার ম্যাক্স ও’ ডাউড ৮ ও তিন নম্বরে নামা তেজা নিদামানুরু গোল্ডেন ডাক মারেন। ১৪ রানে ২ উইকেট পতনে পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিত সিং ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৮ বলে তাদের ২৩ রানের জুটিতে ৫ ওভার শেষে ৩৫ রান সংগ্রহ পায় নেদারল্যান্ডস। পাওয়ার প্লের শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। ১৭ বলে ২৪ রান করা বিক্রমজিতকে শিকার করেন তাসকিন। দলের রান ৫০ পার করে মিড অনে পারভেজ হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এডওয়ার্ডস। ৯ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। ৫৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে এডওয়ার্ডস ফেরার পর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। পেসার তানজিম হাসানের করা দশম ওভারের চতুর্থ বলে সাইফ হাসানের সরাসরি থ্রোতে ২ রানে রান আউট হন নোয়া ক্রোয়েস। পরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন শারিজ আহমেদ। পরের ওভারে সিকান্দার জুলফিকারকে ২ রানে বোল্ড করেন মুস্তাফিজ। ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেদারল্যান্ডস। সেই শঙ্কা আরও বেড়ে যায় ৮১ রানে নবম উইকেটের পতন হলে।কিন্তু শেষ উইকেট জুটিতে ১৮ বলে ২২ রান যোগ করে নেদারল্যান্ডসকে লজ্জার হাত থেকে রক্ষা করেন আরিয়ান দত্ত ও ড্যানিয়েল ডোরাম। ১৮তম ওভারের প্রথম বলে দলের রান ১শতে নেন তারা। একই ওভারের তৃতীয় বলে স্পিনার মাহেদি হাসানের বলে বোল্ড হন আরিয়ান। এতে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান ডাচদের। ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩০ রান করেন আরিয়ান। ২ রানে অপরাজিত থাকেন ডোরাম। বল হাতে বাংলাদেশের নাসুম ২১ রানে ৩টি, তাসকিন ও মুস্তাফিজ ২টি করে এবং মাহেদি ও তানজিম ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640