1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 3:20 pm

ডেঙ্গু আক্রান্ত আরও ২৭৫ জন হাসপাতালে

  • প্রকাশিত সময় Monday, September 20, 2021
  • 174 বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও যুবকরাই বেশি।
তবে গত এক দিনে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১১ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও ৬৪ জন।
গত এক দিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের এবং ১০ বছরের কম বয়সী রোগীর সংখ্যা ছিল বেশি।
আক্রান্ত ২৭৫ জনের মধ্যে ২৩ দশমিক ৩ শতাংশের বয়স ০ থেকে ১০ বছরের মধ্যে, ১৭ দশমিক ৮ শতাংশের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে, ২৩ দশমিক ৩ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ১৫ দশমিক ৩ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৯ দশমিক ৮ শতাংশের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ১ হাজার ৭২ জন ।
তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৮৫৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ২১৫ জন।
চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১৫ হাজার ৯৭৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৮৪৫ জন।
এ মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০ জন, আর ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ১৩ জনের।
গত আগস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আর মৃত্যু হয় ৩৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত আড়াই মাসেই ৫৯ জন মারা যায় ডেঙ্গুতে।
২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, এ বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।
সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।
পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640