এনএনবি : জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এই সিদ্ধান্তের ফলে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজের চূড়ান্তকরণ বিলম্বিত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের শুল্ক শিথিল করার শর্তে জাপান প্রস্তাব করেছিল।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
বৃহস্পতিবার আকাজাওয়ার যুক্তরাষ্ট্রে পৌঁছে বিনিয়োগ প্যাকেজের আর্থিক কাঠামো ও দুই দেশের মধ্যে লাভের ভাগাভাগি চূড়ান্ত করার কথা ছিল। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও এই সপ্তাহেই বিনিয়োগ ঘোষণা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
তবে জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান, ‘আমেরিকার সঙ্গে সমন্বয়ের সময় কিছু প্রশাসনিক বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে হয়েছে। তাই সফর বাতিল করা হয়েছে’।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র টোকিওর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাতে রাজি হয়েছিল। এর বিনিময়ে জাপান বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই বিনিয়োগ ‘আমাদের অর্থ, আমরা যেভাবে চাই বিনিয়োগ করব’ এবং যুক্তরাষ্ট্রই ৯০ শতাংশ লাভ রাখবে। জাপান এতে দ্বিমত পোষণ করে বলেছে, বিনিয়োগ অবশ্যই পারস্পরিক সুফলের ভিত্তিতে হবে।
হায়াশি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে চাই প্রেসিডেন্টের আদেশে পরিবর্তন আনা হোক, যাতে পারস্পরিক শুল্ক সংশোধন হয় এবং অটো পার্টসের ওপর শুল্ক কমানোর আদেশ জারি করা হয়।’
জাপানি কর্মকর্তারা বারবার জানিয়েছেন, বিনিয়োগ সম্পর্কিত যৌথ নথি প্রকাশের আগে তারা প্রথমে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সংশোধন চান, যাতে জাপানি পণ্যের ওপর দ্বৈত শুল্ক অপসারিত হয়।
জাপানি গণমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আকাজাওয়ার সফর পুনঃনির্ধারণ করা হবে কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে রয়টার্সের মতে, তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে যেতে পারেন।
এই ঘটনাটি ঘটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৯-৩০ আগস্ট জাপান সফরের ঠিক আগে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার আমন্ত্রণে মোদির এ সফর হবে ১৫তম ভারত-জাপান বার্ষিক সম্মেলন, যেখানে দুই নেতা কৌশলগত অংশীদারিত্বের নানা দিক নিয়ে আলোচনা করবেন। কোয়াড ইস্যুও আলোচনার অন্যতম বিষয়।
Leave a Reply