কর্তব্যে অবহেলা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে।
বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুন্সী শাহাব উদ্দিন জানান, শুক্রবার তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে বগুড়া হাইওয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
‘প্রশাসনিক কারণে’ তাদের প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
প্রত্যাহারকৃতরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী, এসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল আজম ও রুহুল আমিন।
পুলিশ কর্মকর্তারা জানান, ওসি শাহজাহান আলী চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাটিকুমরুল হাইওয়ে থানায় যোগ দেন। কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার তাকে এবং অন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
Leave a Reply