এনএনবি : ভারতের সুপ্রিম কোর্ট ধনকুবের মুকেশ অম্বানির রিলায়েন্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘বনতারা’ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়মের তোয়াক্কা না করে ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পশুপাখি সংগ্রহ করে নিয়ে আসার অভিযোগ উঠেছে গুজরাটের এই বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে। তাছাড়া, সেখানে থাকা প্রাণীদের যথাযথ পরিচর্যা করা হচ্ছে না বলেও অভিযোগ আছে। এসব অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সোমবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সুপ্রিম কোর্ট। ১২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সিট-কে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, গুজরাটের জামনগরে অবস্থিত এই বনতারা সংরক্ষণ কেন্দ্র অম্বানি পরিবারের অন্যতম বড় প্রকল্প, যা পরিচালনা করছেন মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানি। কেন্দ্রটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা হাজার হাজার প্রাণীকে উদ্ধার ও চিকিৎসা দিয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় হাতি হাসপাতাল গড়ে তুলেছে। গত বছর অনন্ত অম্বানির বিয়ের পূর্ববর্তী অনুষ্ঠানের অন্যতম ভেন্যু ছিল এই কেন্দ্র। সেখানে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক তারকারাও, যাদের বলা হয়েছিল ‘জঙ্গল ফিভার’ পোশাক পরে আসতে।
সোমবার দেওয়া আদেশে সুপ্রিম কোর্ট বলেছে, কয়েকটি অলাভজনক সংগঠন এবং বন্যপ্রাণী সুরক্ষা গোষ্ঠীর আবেদনে অভিযোগ এসেছে যে, বনতারায় প্রাণীদের সঙ্গে ভাল আচরণ করা হচ্ছে না,পশুপাখি সেখানে নিয়ে আসার ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয়েছে।
ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিয়ম এবং বিরল প্রাণী সংরক্ষণ করার ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে যে বিধিমালা আছে তা লঙ্ঘন হয়েছে এই কেন্দ্রে এবং কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দায়িত্ব পালনেও ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্ট লিখিত আদেশে জানায়, “অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ না থাকলেও স্বাধীনভাবে বাস্তব ঘটনা তদন্ত করা প্রয়োজন। কারণ আবেদনে বলা হয়েছে, “দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে অনিচ্ছুক।” ফলে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বনতারায় কী ভাবে কাজ হচ্ছে, সেখানে ভারত সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ আইন মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখে সিট-কে প্রতিবেদন জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিথল এবং পিবি ভরালের বেঞ্চ। সিট গঠনের পর এ বিষয়ে মুখ খুলেছে ‘বনতারা’ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বলা হয়েছে, “বনতারা স্বচ্ছতা এবং আইন মেনে চলতে দায়বদ্ধ। আমাদের লক্ষ্যই হল প্রাণীদের উদ্ধার করে তাদের পুনর্বাসন করা এবং যতœ নেওয়া। “আমরা বিশেষ তদন্তকারী দলের সঙ্গে ম্পূর্ণ সহযোগিতা করব এবং আমাদের কাজ গুরুত্ব সহকারে পালন করব।” বিষয়টি নিয়ে জল্পনা তৈরি না করার আর্জিও জানিয়েছে বনতারা।
গুজরাটে জামনগরের এই বনতারা কেন্দ্রে রয়েছে প্রায় দেড় লাখ প্রাণী, যা ২ হাজারের বেশি প্রজাতির অন্তর্গত। এই প্রাণীদের মধ্যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা এবং বিপন্ন প্রাণীরাও রয়েছে।। গত মার্চে এই কেন্দ্র উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্রে আছে প্রায় এক হাজার একর জুড়ে বিস্তৃত হাতি সংরক্ষণ এলাকা। এটি বিশ্বের সবচেয়ে বড় উদ্ধারকৃত হাতি পরিচর্যা কেন্দ্র বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মার্চে বনতারা পরিদর্শন করে একে বর্ণনা করেছিলেন “প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল” হিসেবে।
Leave a Reply