এনএনবি : গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫ সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবারের এই হামলায় প্রাণ হারানো সাংবাদিকরা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমের হয়ে কাজ করছিলেন। হামলার পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, নাসের হাসপাতালে সোমবার ‘মর্মান্তিক দুর্ঘটনা’ ঘটেছে। এজন্য ইসরায়েল গভীরভাবে দুঃখিত। তার কথায়, গাজায় ইসরায়েলের যুদ্ধ সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। কেবল হামাসের বিরুদ্ধে। ইসরায়েলের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের ঘরে ফেরানো। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জীবনকে ইসরায়েল মূল্য দেয় জানিয়ে নেতানিয়াহু বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মীরাও আছে। হামলার সময় ভবনের ভেতর আশ্রয় নিয়ে ছিল বহু মানুষ। এর আগে গত ১০ আগস্ট গাজা সিটির আল-শিফা হাসপাতালে ইসরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছিল। সেই ঘটনার সপ্তাহখানেক পর ফের নাসের হাসপাতালে হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা-সমালোচনা হচ্ছে।
ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ বলেছে, “কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানায়। ওই হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদমাধ্যমের ওপর ইসরায়েলের অব্যাহত বেআইনি আক্রমণের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান।” ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট বলেছে, “সিন্ডিকেট নিশ্চিত যে অত্যন্ত বিদ্বেষপূর্ণ এই অপরাধ ফিলিস্তিনি সাংবাদিকদের সরাসরি ও ইচ্ছাকৃতভাবে লক্ষ্যস্থল করার বিপজ্জনক বৃদ্ধির বিষয়টি তুলে ধরে এবং কোনও সন্দেহ ছাড়াই নিশ্চিত করে যে দখলদাররা সাংবাদিকদের আতঙ্কিত করার লক্ষ্য নিয়ে এবং পেশাদার মিশনে থাকা সাংবাদিকদের তাদের (ইসরায়েলিদের) অপরাধ বিশ্বের কাছে তুলে ধরা থেকে বিরত রাখতে মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ চালাচ্ছে।” এই হামলার ঘটনা জেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, “কখন এটা ঘটেছে? আমি এটা জানি না। আচ্ছা, আমি এতে খুশি না। আমি এটা দেখতে চাই না। একই সঙ্গে, আমাদের এই পুরো দুঃস্বপ্নের ইতি ঘটাতে হবে।” ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, “এটি অসহনীয়: যে কোনও পরিস্থিতিতে বেসামরিকদের ও সাংবাদিকদের অবশ্যই সুরক্ষিত রাখতে হবে। এই সংঘাতের বাস্তবতা জানাতে গণমাধ্যমকে অবশ্যই মুক্ত ও স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দিতে।” জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “জাতিসংঘ মহাসচিব খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে মেডিকেল কর্মী ও সাংবাদিকদের মতো বেসামরিকরা রয়েছেন।
Leave a Reply