দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকা চাঁদা চাওয়ায় পুলিশের এক সোর্সকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর তা পাশেই দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখেছেন পুলিশের এস আই। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানার এসআই সাগর ও তার সোর্স মিশর ঘোষ সাদা পোশাকে ভাগজোত বাজারের একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে গিয়ে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী শিলন (২৭) এর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। মাদক ব্যবসায়ী শিলন চাঁদার টাকা দিতে অস্বীকৃৃতি জানালে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী শিলনের হাতে হাতকড়া পরাতে গেলে শিলন ও রাজনৈতিক দলের কার্যালয়ে অবস্থান করা স্থানীয় লোকজন পুলিশের সোর্স মিশর ঘোষের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এসময় থানার এস আই সাগর ঘটনাস্থল থেকে দূরে সরে গিয়ে তার সোর্সকে মারপিটের দৃশ্য দেখতে থাকে। পরে স্থানীয় লোকজন পুলিশের সোর্স মিশর ঘোষকে উদ্ধার করে পুলিশের এস আই সাগরের হেফাজতে দিলে আহত অবস্থায় মিশরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পুলিশের সোর্সের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত এলাকার সাবেক ইউপি সদস্য সেন্টু মেম্বর জানান, পুলিশের সোর্স মিশর ভাগজোত এলাকার শিলনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিলন ও আরো কয়েকজন মিলে মিশরকে মারধর করে। এতে তার কপালে মারাত্মক আঘাত লাগে। শুনেছি শিলন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে এই হামলার নেতৃত্বে ছিলো। হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার এসআই সাগর বলেন, মিশর ভাগজোত এলাকাসহ সীমান্ত অঞ্চলের মাদক ও বিভিন্ন অপরাধের তথ্য আমাদের সরবরাহ করে। এ কারণে মাদক কারবারীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। আমি অন্য একটি মামলার তদন্তে ঘটনাস্থলে গিয়ে দেখি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিলনসহ কয়েকজন মিলে মিশরকে মারধর করছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভাগজোত এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা একজোট হয়ে মব সৃষ্টি করে আমাদের এক সোর্সের ওপর হামলা চালিয়ে তাকে মাররপিট করে। এখানে চাঁদার চাওয়ার কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply