1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 10:52 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

কুষ্টিয়ায় মরমী সাধক লালন শাহের মাজার ভবনে ফাটল

  • প্রকাশিত সময় Sunday, August 24, 2025
  • 64 বার পড়া হয়েছে

‘একটু বৃষ্টি হলেই সাঁইর বুকের উপর পানি পড়ে’
কাগজ প্রতিবেদক ॥ মরমী সাধক ফকির লালনশাহের কুষ্টিয়া¯’ ছেঁউড়িয়া মাজার ভবনে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দেয়ায় আতংকিত হয়ে পড়েছেন বাউল ও ভক্তরা। মাজারের পূর্ব ,পশ্চিম উত্তর পাশের অংশের পিলারে ফাটল ধরেছে। মাজারের গম্বুজেও ফাটল ধরায় খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলেই লালনের সমাধির উপরে পানি পড়ছে। যে কোন সময়ে ভেঙ্গে পড়তে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আসেকানদের খেদমত করছেন খাদেম। তবে বার বার সংস্কার হয় তাতে কোন কাজে আসেনা। তাই এবার সংস্কার নয় করতে হবে পুর্ণঃনির্মাণ, এমন দাবী লালন ভক্ত ফকির বাউলদের।
জানা যায়, ১৯৬২ সালে নির্মিত লালন মাজারের প্রধান ফটক ও মুলমাজার। এর মধ্যে কেটে গেছে ৬৩ বছর। ১৯৯৬ সালে নির্মিত হয় ভেতওে অডিটোরিয়াম ও মিউজিয়াম। প্রতিবছর দুটি উৎসব আসলেই মুল গেট ও মাজার সাদা, কালো রঙ্গে আচ্ছাদিত হয়। দিনে দিনে ইটে রগাঁতুনির ভবন ও মুল গেটের স্থায়ীত্ব হারিয়েছে। দেখা দিয়েছে এখন ফাটল। প্রতিদিন শত শ লালন ভক্ত, ফকির, বাউল আর দর্শনার্থীদের পদচারণায় মুখোরিত থাকে লালনের মুল মাজার। গেট দিয়ে প্রবেশ করেন হাজার মানুষ। এমন অবস্থায় এ দুটি মুল স্থাপনায় কোন দুর্ঘটনা ঘটলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। লালন ভক্ত ফকির হৃদয় শাহ, নাদিম ফকির ও আব্দুল কুদ্দুস ফকির জানালেন, লালন শাহ শুধু একটি মাজার নয় এটা একটি নির্দিষ্ট আদর্শের, নির্দিষ্ট দেহতত্বে বিশ^াসী ফকির, আসেকানদের হকের জায়গা। লালন ফকির, বাউলরা সব কিছু থেকে বাদ দিলেও সাঁইজীর মাজার ছেড়ে যাবে না তারা কোনদিন। তারা জানান, প্রায় দুই শত বছরের লালনের দর্শন, ভাবতত্ব, দেহতত্ব বাদ এখন আর শুধু বাংলাদেশের মধ্যে না সারা পৃথিবীতে লালন সাঁইজীকে নিয়ে গবেষণা হচ্ছে ভক্ত, বাউলের সংখ্যা বেড়েছে। তাই লালন এক সময়ে শুধু কুষ্টিয়ার এই ছেঁউড়িয়াস্থ আখড়াবাড়ীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন এর পরিসর পৃথিবী ব্যাপী।
মাজারের মুল খাদেম মোহাম্মদ আলী জানালেন, আমরা কয়েক পুরুষ সাঁইজীর খেদমত করে আসছি। তাঁকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা কখনওই মাথায় আসে না। অনেক পাগল ফকির দিনের পর দিন এখানে ছুটে আসে। এখানে কোন ধর্ম নেই, কোন গোত্র নেই। কত মানুষের ভক্তির আস্তানা সাঁইজীর এ বারামখানা, বলেই কেঁদে ফেললেন তিনি। তিনি জানান, যে ভাবেই হউক সাঁইজীর মাজারকে ঠিক রাখতে হবে। সারা পৃথিবীতে সাঁইজীর এই ডিজাইন ছড়িয়ে গেছে। তাই এর মুল আঁদল ঠিক রেখে এর সংস্কার করতে হবে। যাতে ভিত্তি শক্ত হয়। বাংলাদেশসহ বিশে^র কোটি কোটি লালন ভক্তদের মাঝে বাউল স¤্রাট লালন শাহের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে এর মুল ডিজাইন ঠিক রেখে প্রয়োজ স্থায়ী সংস্কার। এমন প্রত্যাশা লালন ভক্ত ও অনুসারীদের।
দশনার্থী এস এম রুশদী বলেন , ফকির লালন সাইজীর আখড়া বাড়িটি এখানে তার সমাধীস্থল (হকের ঘর) এটা এখন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় উপর থেকে চুন সড়কি খুলে পড়ছে অনেক জায়গায় ফেটে গেছে। সাইজীর মাথার ও বুকের উপর গম্বুজ ফেটে পানি পড়ছে। চারিদিকে এটা একটা বেহাল অবস্থার মধ্যে আছে। লালন একাডেমির শিল্পী আনু সাঁইজীর মাজারটিকে টিকিয়ে আমলে তৈরি। ওই হিসাবে মাজারের বযস ৬০ বছরের বেশি হয়ে গেছে। এর আগেসংস্কার একবার করা হয়েছিলকিš‘ সেটাটিকেনাই। এখানে সংস্কার করলে টিকবে না মাজারটি পূর্ণনির্মাণ করতে পারলে ভালো হয়। সাইজীর মাজারের গম্বুজ ফেটে গিয়েছে, পানি পড়ে, সময় সময় প্লাস্টার খুলে পড়ছে। এখানে সব সময় দর্শনার্থীরা চলা ফেরা করে এবং খাদেম সাহেব বসে থাকেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ অব¯’ায় রয়েছে, যখন তখন ঘটতে পাওে বড় ধরনের দূর্ঘটনা। আমরা জেলা প্রশাসন ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি সাইজীর মাজারটি সংস্কার না করে যেন নতুন কওে পূর্ণনির্মান করা হয়। মাজারের ভারপ্রাপ্ত খাদেম মাসুদ শাহ বলেন, বাউল স¤্রাট লালন শাহের মাজার সারা বিশে^র ভিতর আন্তর্জাতিক মাজার। এই মাজাওে আজকে বাত্তির নিচে অন্ধকার।এর আগে তারা সংস্কার করছে। সংস্কার করার কিছু দিনের মধ্যেই আবার যাকে তাই হয়ে গিয়েছে। পাকিস্তান পিরিয়ডে ১৯৬২ সালে তৈরি করা মাজার। সেই মাজাওে আজ চতুর দিকে ফাটল ধরে গেছে। গম্বুজের নিচে চারিদিকে ফাটল ধরে গেছে। বৃষ্টি হলে সাইজীর বুকের উপর পানি পড়ে। ছাদের রড বেরিয়ে গেছে। আগে একবার ভেঙ্গে খাদেম আহত হয়ে ছিলেন। আমরা চাচ্ছি সংস্কার না কওে মাজার টাকে যেন পূর্ণনির্মাণ করা হয়।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাক মোঃ তৌফিকুর রহমান বলেন, যেহেতু এটি একটি সংবেদনশীল বিষয়, সেহেতু ওই মাজারটিকে ভেঙে করে মাজর তৈরি করতে গেলে সে ক্ষেত্রে যারা ভক্তদের সাথে, আশ পাশের মানুষ, সুধিজন এবং মন্ত্রণালয়ের সাথে আলোচনা কওে ব্যবস্থা নিতে হবে। আমরা প্রতিবারের মত সংস্কার এবারও করবো। অলরেডি পদক্ষেপ নেয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে আমরা বলেছি এবং তারা উদ্যোগ নিয়েছে। এটা অচিরেই সমস্যা সমাধান হবে। কিন্ত আশঙ্কা করা হচ্ছে যে দুর্ঘটনা ঘটবে, এরকম আশংকা আমার মনে হয়না আছে। ছোট ছোট কিছু সমস্যা আছে সেগুলো মেরামত করলে ঠিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640