কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির অনুজ আতাউর রহমান আতাকে গতকাল দুপুরে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে পৌর আওয়ামীলীগের নবগঠিত কমিটির মনোনীত সহ-সভাপতি নূর আলম দূলাল কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আতাউর রহমান আতা বলেন, দলের তৃণমুল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ করতে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আন্দোলন সংগ্রামকে মোকাবেলা করতে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। দলের মধ্যে কোন প্রকার বিশৃংলা, দলবাজী না করে দলকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌছে দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের কথা সকলকে জানাতে হবে। এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক, দি ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক মুক্ত মঞ্চের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা, হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মন্ডল,কুষ্টিয়া টিসিএর সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply