এনএনবি : রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেইনে সবচেয়ে ভারি বোমাবর্ষণ করেছে। রুশ বাহিনী ৫৭৪টি ড্রোন এবং ৪০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা। ইউক্রেইনের বিমান বাহিনী অবশ্য বলছে, তাদের গণনায় বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ছোড়া ড্রোন ও অন্যান্য ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল ৬১৪ টি। এর মধ্যে ৫৭৭ টি ভূপাতিত করেছে তারা। গত জুলাইয়ের পর থেকে ইউক্রেইনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। ইউক্রেইনে যুদ্ধ বন্ধের জন্য চলমান আলোচনা এবং রাশিয়ার উপর কূটনৈতিক চাপ বাড়তে থাকার মধ্যেই মস্কো এ হামলা চালাল।
এতে পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে একজন নিহত হয়েছেন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সকারপাথিয়া এলাকায় আরও ১৫ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুদের একটি নার্সারি ও কয়েকটি আবাসিক বাড়িসহ ২০ টির বেশি ভবন। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা বলেন, যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এতটা গুরুত্বপূর্ণ কেন তা এই হামলাই তুলে ধরেছে। হামলায় হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, বেশিরভাগ হামলাই রাশিয়ার পশ্চিমাঞ্চল এবং কৃষ্নসাগর থেকে চালানো হয়েছে। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়া থেকে। ট্রান্সকারপাথিয়ার মুকাচেভো শহরে একটি মার্কিন ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্ল্যান্টের গুদামও ধ্বংস হয়েছে হামলায়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ভবনটি থেকে ধোঁয়া বেরুচ্ছে। এই প্ল্যান্টে কফি মেশিন এবং ঘরের কাজে ব্যবহার্য পণ্য উৎপাদন হত বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে মস্কো সত্যিকারের কোনও আলোচনা চালিয়ে যাওয়ার লক্ষণ এখন পর্যন্ত দেখায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং পরে ওয়াশিংটনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জেলেনস্কি বলেছেন, তিনি নিরপেক্ষ ইউরোপীয় দেশে পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সম্ভাব্য ভেন্যু হিসেবে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা ইস্তাম্বুলের কথা বলেছেন তিনি।
Leave a Reply