কাগজ প্রতিবেদক ॥ আগামীকাল শুক্রবার সন্ধায় বুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি, কুষ্টিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট ছাত্রনেতা ব্যারিষ্টার তারিক বিন আজিজ এস, এস,সি ব্যাচ ৮৮ বন্ধুদের সাথে মিলিত হবেন। বন্ধুদের সুত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, তারিক বিন আজিজ কুষ্টিয়া জিলা স্কুল থেকে ১৯৮৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে এস, এস, সি পাশ করেন। এর পর এইচ, এস, সি, পাশ করার পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সাথে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কিছুদিন সরকারী চাকুরী করেন। তার পর চলে যান ব্যারিষ্টারী পড়তে লন্ডনে। এ মধ্যে কেটে যায় দীর্ঘ ১৯টি বছর। বন্ধু তারিক বিন আজিজ ৮৮ ব্যাচ বন্ধুদের ভুলেননি। তাই তিনি সিন্ধান্ত নিয়েছেন সকল বন্ধুদের কাছে পেতে। এস, এস, সি ব্যাচ ৮৮ আয়োজক কমিটি তাকে সংম্বর্ধনাসহ বরণ করে নেয়ার সিন্ধান্ত গ্রহন করেছে। কাল শুক্রবার সন্ধায় শহরের রাইফেলস্ ক্লাবে তারিক বিন আজিজ সকল বন্ধুদের সাথে মিলিত হয়ে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।
Leave a Reply