1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:50 pm

বিলুপ্ত হওয়া বিষধর রাসেল ভাইপারের প্রত্যাবর্তনে জনমনে আতঙ্ক

  • প্রকাশিত সময় Sunday, September 19, 2021
  • 100 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ বিশে^র শীর্ষ পর্যায়ের বিষধর সাপের মধ্যে অণ্যতম রাসেল ভাইপার যা শতবর্ষ পূর্বেই বিলুপ্ত হয়েছিলো বলে মনে করেন বন বিভাগ। সেই বিষধর রাসেল ভাইপারের আনাগোনায় পদ্মা নদীর অববাহিকায় বসতি জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট স্থানীয় বন বিভাগ বলছেন সাপ দেখে আতঙ্কিত না হয়ে বা মেরে না ফেলে আমাদের সংবাদ দিন; বনবিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সূত্রমতে, গত ২ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার শালদাহ গ্রামের গড়াই নদের চরে দেখতে পেয়ে স্থানীয়রা একটি পূর্ন বয়ষ্ক রাসেল ভাইপার পিটিয়ে মেরে ফেলে রাখে বালুর মধ্যে। চরে ঘুরতে যাওয়া কিছু মানুষ ব্যাতিক্রম ধরনের এই মরা সাপটি দেখে মোবাইলে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই মরা সাপটির ছবি দেখিয়েই ওটা রাসেল ভাইপার বলে বিষেশজ্ঞরা সনাক্ত করেছেন বলে দাবি করেন জেলার বন ও প্রানি সম্পদ বিভাগ। গত বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার গড়াই নদের ডানতীরে কমলাপুর এলাকায় মৃদুল নামে এক যুবক নদীতে মাছ ধরতে গেলে সেখানে খেলাধুলারত শিশুদের দেখিয়ে দেয়া মতে কাঁশবনের ঝাড়ের সাথে পেচিয়ে থাকা একটি আলাদা ধরনের সাপ দেখে সেটাকে অজগরের বাচ্চা ভেবে জালে জড়িয়ে বাড়িতে নিয়ে আসে। যুবক মৃদুল প্রকৃত পক্ষে সাপটিকে বিক্রী করার জন্য ধরে এনেছিলো বলে বিশ^স্ত সূত্রে স্থানীয় কয়েকজন জানায়। স্থানীয় বাসিন্দা যুবক ওই যুবক মৃদুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সাপটি নিতে এসে কয়েকজন সাপুড়ে না নিয়েই চলে যায়। পরে রবিবার সাংবাদিক ও প্রানিবিদ ও বন বিভাগের স্যারেরা এসে এটাকে রাসেল ভাইপার বিষধর সাপ বলে নিয়ে যায় এবং ছেড়ে দেয়। পদ্মা নদীর শাখা গড়াই নদের বামতীরে শালদাহ গ্রামের চরের বাসিন্দা আলিমদ্দিন জানান, “গত ২ ও ৩ তারিখে গাঙে তিন উইঠি আসা অজগরের চাওয়ের মতো দেখতি দুইডি সাপ ছাওয়াল পাল লাঠি দিয়ে বাইড়ি মারি ফ্যালেচে; পরে শুনতি পালাম ওই সাপ নাকি খুব বিষধর রাসেল সাপ বোলে”। এই কতা শুইনি একন সবাই খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, দেখুন সাপ দেখলেই বা সাপে কামড়ালেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব ধরনের সাপের কামড়ে মানুষ মরে না। বাংলাদেশে শতাধিক প্রজাতির সাপ আছে; এরমধ্যে কমবেশী ১৫ টির মত বিষধর সাপ আছে যেগুলো কামড়ালে তা প্রাণঘাতী হতে পারে। তবে বিষধর সাপ কামড়ালেও দেশের সব সদর হাসপাতালে এসব বিষের এন্টিভেনম আছে যেগুলো বিনামূল্যে সরবরাহ করা হয়। সাপে কামড়ালে ওঝা দিয়ে চিকিৎসা না করিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো জরুরী। ওঝা কখনো বিষ নামাতে পারেনা। কোনো কোনো ক্ষেত্রে সাপের কামড় আসলে “ড্রাই বাইট” হয়, অর্থাৎ সাপ বিষপ্রয়োগ করেনা। সেক্ষেত্রে রোগীর শরীরে বিষের কোনো প্রভাব পড়েনা অথচ নাম হয় ওঝার। এজন্য জীবন ঝুঁকিতে না ফেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো: সোহায়েব খান জানান, কুষ্টিয়া শহরের কমলাপুর থেকে উদ্ধারকৃত প্রায় সাড়ে ৩ফুট দৈর্ঘের এই সাপটি রাসেল ভাইপার। এটা বিশ্বের মধ্যে অন্যতম বিষধর সাপ। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সাপটি উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। পদ্মা’র অববাহিকায় বেশ কয়েক জেলায় এই রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গেছে। তবে আতংকিত না হয়ে প্রকৃতিকে নিজের মত করে থাকতে দিন। বিশে^র সর্বোচ্চ বিষধর সাপ ধরা পড়ার সংবাদ ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অত্র এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই এই বিষধর সাপটিকে একনজর দেখতে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640